ক্যান্সারের জটিল অস্ত্রোপচার সফল! এই সরকারি হাসপাতালের কৃতিত্বে শোরগোল

Last Updated:

গীতা দেবীর ছেলে সুশীল চন্দ্র পরামানিক পেশায় সিভিক ভলেন্টিয়ার। তাঁর পক্ষে বেসরকারি হাসপাতালে মায়ের ক্যান্সারের চিকিৎসা এবং অস্ত্রোপচার করা সম্ভব ছিল না। কিন্তু সরকারি হাসপাতালে যে পরিষেবা পেলেন তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন

+
ক্যান্সারের

ক্যান্সারের জটিল অস্ত্রোপচার

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: চিকিৎসা ক্ষেত্রে আবারও বড়সড় সাফল্য পুরুলিয়া জেলার। ‌ এবার ক্যান্সারের মত দুরারোগ্য ব্যাধির জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতাল। ‌প্রায় চার মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন রঘুনাথপুরের বছর ৬০-এর গীতা পরামানিক। বছর বৈশাখ মাস থেকে তাঁর প্রায় প্রতিদিনই জ্বর আসা শুরু হয়। এরই সঙ্গে ছিল গ্যাস অম্বলের সমস্যা। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। শরীর বেশি খারাপ হলে পরিবারের সদস্যরা তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। সেখানেই ধরা পড়ে গীতা দেবীর শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে।
এরপরই তাঁকে স্থানান্তরিত করা হয় দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতওয়ারা ক্যাম্পাসের ক্যান্সার বিভাগে। সেখানেই জেনারেল সার্জারি ইউনিট ২-এর চিকিৎসক পবন মণ্ডল চিকিৎসা শুরু করেন। সিদ্ধান্ত হয় গীতাদেবীর অস্ত্রোপচার হবে। দীর্ঘ প্রস্তুতির পর গত ১৩ আগস্ট এই অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুন: পুজোয় প্রচুর অর্ডার, তবুও হাসি নেই বাটিক শিল্পীদের!
এই বিষয়ে চিকিৎসক পবন মণ্ডল বলেন, এই অপারেশন তাঁদের কাছে বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। গলব্লাডারের সঙ্গে লেগে থাকা প্রায় ৫০০ গ্রাম ওজনের লিভারের অংশ কেটে বাদ দিতে হয়েছে। বর্তমানে ওই রোগী অনেকটাই সুস্থ রয়েছেন। এই বিষয়ে রোগী গীতা পরামানিক বলেন, ডাক্তারবাবু আমার কাছে ভগবান। বাঁচার কোনও আশাই আর ছিল না। কিন্তু উনি বাঁচিয়ে দিয়েছেন।
advertisement
advertisement
গীতা দেবীর ছেলে সুশীল চন্দ্র পরামানিক পেশায় সিভিক ভলেন্টিয়ার। তাঁর পক্ষে বেসরকারি হাসপাতালে মায়ের ক্যান্সারের চিকিৎসা এবং অস্ত্রোপচার করা সম্ভব ছিল না। কিন্তু সরকারি হাসপাতালে যে পরিষেবা পেলেন তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই জটিল অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ইউনিট–২-এর চিকিৎসক পবন মণ্ডল, মনিরুল ইসলাম, কর্থিক এস এবং সৌপর্ন মল্লিক। অ্যানাসথেসিয়ার দায়িত্বে ছিলেন সন্দেশ রাঠোর এবং নার্সিং স্টাফ হিসেবে সহায়তা করেন অষ্টমী মাহাতো।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্যান্সারের জটিল অস্ত্রোপচার সফল! এই সরকারি হাসপাতালের কৃতিত্বে শোরগোল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement