রাতের বেলায় তৃণমুল নেতা মদ্যপ অবস্থায় ইট দিয়ে মাথা ফাটালেন ক্যাব চালকের! অভিযুক্ত অধরা
Last Updated:
#বারুইপুর : রাতে ক্যাব চালককে মারধর, অভিযোগের তির মদ্যপ তৃণমূল নেতার দিকে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে যখন আকাশ নস্কর বারুইপুর থানার অন্তর্গত বিড়াল গ্রামের বাসিন্দা ক্যাব চালিয়ে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় পুরন্দরপুর মহাশ্মশানের সামনে তাকে আটকায় বেশ কয়েকজন মদ্যপ যুবক। আকাশ গাড়ি থেকে না নামায় তাঁকে জোর করে গাড়ি থেকে বার করে বেধড়ক মারধর করা হয়। ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়।
পুরোটাই ঘটেছে স্থানীয় বারুইপুর তৃণমূলের এস সি ও এস টি সেল এর সম্পাদক রাজু বৈদ্য‘র নেতৃত্বে। এমনকি তিনি মদ্যপ অবস্থায় ছিল এমনই অভিযোগ করছেন আকাশ লস্কর। এরপর স্থানীয়রা চলে আসে এবং আকাশ কে ঐ ভাবে মারধর করতে দেখে তাঁরা তৃণমূল নেতা রাজু বৈদ্যকে সেখানে আটক করে। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী রাজুকে বারুইপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।
advertisement
এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর মাথায় ৬ টি সেলাই পড়ে। তার মাথার স্ক্যান করানো হয়। পরে তাকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়। গতকাল বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে আকাশের পরিবার। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা রাজু বৈদ্য বা অন্য কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি বারুইপুর থানার পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2019 5:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের বেলায় তৃণমুল নেতা মদ্যপ অবস্থায় ইট দিয়ে মাথা ফাটালেন ক্যাব চালকের! অভিযুক্ত অধরা