South 24 Parganas News: উস্তির বাস ডিপো আমতলায় সরে যাওয়ায় সমস্যায় নিত্যযাত্রীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
১৯৯৮ সালে উস্তি বাসস্ট্যান্ডের কাছে তৈরি হয়েছিল বাসডিপো। যার জন্য নেওয়া হয়েছিল প্রায় আড়াই একর জায়গা
দক্ষিণ ২৪ পরগনা: উস্তি থেকে স্থানান্তরিত হয়েছে বাসের ডিপো। যার জেরে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। মাসখানেক আগে এই ডিপো স্থানান্তরিত হয় আমতলায়। আর তাতেই নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে।
১৯৯৮ সালে উস্তি বাসস্ট্যান্ডের কাছে তৈরি হয়েছিল বাসডিপো। যার জন্য নেওয়া হয়েছিল প্রায় আড়াই একর জায়গা। মূলত ভূতল পরিবহণ নিগম বাসের ডিপো সরিয়ে নেওয়ায় সরকারি বাস চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়। নিত্য যাত্রীদের অভিযোগ, বাসস্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সরকারি বাস মিলছে না। বাধ্য হয়ে বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
advertisement
advertisement
এই বাস ডিপো তৈরির পর ধীরে ধীরে সেখানে বাসের সংখ্যা বাড়ানো হয়। এরপর সরকারি বাসের কর্মীদের থাকার ভবন তৈরি করা হয়। ধর্মতলা ছাড়াও কাকদ্বীপ, নামখানা, বকখালি, পাথরপ্রতিমা, রামগঙ্গার বাস যাতায়াত করত উস্তির এই ডিপো থেকে।
আরও খবর পড়তে ফলো করুন
বাসের ডিপো সরিয়ে নিয়ে যাওয়ায় রাস্তায় বাসের দেখা নেই। বর্তমানে নিরাপত্তা কর্মীসহ মোট তিনজন কর্মী রয়েছেন, তাঁদের তেমন কাজ নেই বললেই চলে। সল্টলেক ডিপো থেকে দুটি বাস উস্তিতে নাইট হল্ট করছে। এরপর সকালে বেরিয়ে যাচ্ছে হাওড়ার দিকে। বর্তমানে ডিপোতে ১৩ টি বাস খারাপ অবস্থায় পড়ে আছে। এই বিষয়ে মগরাহাট-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানবেন্দ্র মণ্ডল বলেন, যাত্রীদের সমস্যা নিয়ে বিভাগীয় দফতরের সঙ্গে আলোচনা করব। উন্নত পরিষেবার জন্য পাঁচিল দিয়ে ঘেরার লক্ষ্যে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। তারপরেও কেন বাস ডিপো সরিয়ে নিয়ে যাওয়া হল তা নিয়ে ধোঁয়াশায় আছি। এ নিয়ে মগরাহাট-১ ব্লকের বিডিও আশিক ইকবাল বলেন, সমস্যা সমাধানের চেষ্টা করব। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 7:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: উস্তির বাস ডিপো আমতলায় সরে যাওয়ায় সমস্যায় নিত্যযাত্রীরা