West Burdwan News : ফের উৎসবের প্রস্তুতি জেলায়, তদারকি করতে রাস্তায় কমিশনার থেকে ডেপুটি মেয়র

Last Updated:

ছট ঘাটগুলির ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, বা সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলি তদারকি করলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। 

+
ছট

ছট ঘাট পরিদর্শনে পুলিশ কমিশনার।

আসানসোল, পশ্চিম বর্ধমান : কালীপুজো সবেমাত্র শেষ হয়েছে। তার মধ্যে আবার নতুন করে উৎসবের প্রস্তুতি শুরু জেলায়। এবার প্রস্তুতি ছট পুজোর জন্য। পশ্চিম বর্ধমান জেলায় ছট পুজো উপলক্ষে বিশেষ ভাবে জাঁকজমক লক্ষ্য করা যায়। জেলায় অবাঙালি মানুষের সংখ্যা বেশি হওয়ায় ছট পুজোর বিশেষ প্রস্তুতি থাকে প্রশাসনিক পর্যায়ে। একই সঙ্গে ছট পুজো উদ্যোক্তাদের মধ্যেও থাকে চরম ব্যস্ততা।
ছট পুজো উপলক্ষে ইতিমধ্যে প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ছট ঘাটগুলির ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, বা সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে কিনা, ইত্যাদি বিষয়গুলি নিয়ে তদারকি চালালেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। এদিন আসানসোলের বিভিন্ন ছট ঘাটগুলিতে কমিশনার সহ অন্যান্য পুলিশ কর্তারা যান। ঘুরে দেখেন ছট ঘাটগুলির সমস্ত ব্যবস্থা ঠিকভাবে নেওয়া হয়েছে কিনা।
advertisement
advertisement
অন্যদিকে ছট পুজো উপলক্ষে বিভিন্ন জনপ্রতিনিধিদের মধ্যেও ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে। আসানসোলের সমস্ত বড় ঘাটগুলিতে ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখছেন পুরনিগমের বিভিন্ন কাউন্সিলররা। তাছাড়া ছট পুজোর প্রস্তুতি ঠিকঠাক ভাবে নেওয়া হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে রাস্তায় নেমেছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।
advertisement
উল্লেখ্য, আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ সহ জেলা সব জায়গাতেই ছট পুজো উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নামে। দামোদরের বিভিন্ন ঘাটগুলি ছাড়াও স্থানীয় ছোট, বড় জলাশয়গুলিতেও পুণ্যার্থীরা ভিড় করেন পুজোর জন্য। স্বাভাবিকভাবেই জল থেকে যাতে কোনও বিপদ না হয়, তার জন্য যেমন ব্যারিকেড থাকে, একইসঙ্গে ব্যবস্থা করা হয় আলোর, শৌচালয়ের। কালী পুজোর আগে থেকেই সেই সমস্ত সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলা জুড়ে। আর শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছেন পুলিশকর্তা এবং প্রশাসনিক কর্তারা।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Burdwan News : ফের উৎসবের প্রস্তুতি জেলায়, তদারকি করতে রাস্তায় কমিশনার থেকে ডেপুটি মেয়র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement