Hooghly News: পাথর দিয়ে ৪০ ফুটের পোর্ট্রেট! নেতাজিকে শ্রদ্ধার্ঘ চন্দননগরের কলেজ পড়ুয়ার
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
নেতাজিকে শ্রদ্ধার্ঘ জানাতে ৪০ ফুট ২৪ ইঞ্চির একটি অঙ্কন করেন এই পড়ুয়া। সবথেকে আশ্চর্যের বিষয় যে ছবি আঁকার জন্য কোন রকম রং তুলি নয় বরং ব্যবহার করা হয়েছে নির্মাণ কাজে ব্যবহৃত স্টোন চিপস।
হুগলি: নেতাজীর ১২৭ তম জন্ম দিবস উপলক্ষে জেলার মানুষকে তাক লাগিয়ে দিল হুগলির চন্দননগরের এক কলেজ পড়ুয়া। নেতাজিকে শ্রদ্ধার্ঘ জানাতে ৪০ ফুট ২৪ ইঞ্চির একটি অঙ্কন করেন এই পড়ুয়া। সবথেকে আশ্চর্যের বিষয় যে ছবি আঁকার জন্য কোন রকম রং তুলি নয় বরং ব্যবহার করা হয়েছে নির্মাণ কাজে ব্যবহৃত স্টোন চিপস ।
বায়ো টেকনোলজি ছাত্র চন্দননগরের সুভাষপল্লী বাসিন্দা নিশান রঞ্জন ঘোষ। পেশাগতভাবে তিনি বিজ্ঞানের ছাত্র হলেও নেশায় তিনি একজন শিল্পী। হাতের সামনে যা কিছু পান তিনি তাই দিয়ে শুরু করে দেন ছবি আঁকতে। জন্মদিন উপলক্ষে চন্দননগর স্ট্র্যান্ড ঘাটের জোড়া ঘাটে নিশান শুরু করেন নেতাজির অবয়ব চিত্র অঙ্কন করার। একা হাতে নয় ঘন্টার প্রচেষ্টায় নিশান তৈরি করেন নেতাজির ৪০ ফুটের পোট্রেট। একটির পাশে আর একটি পাথর বসিয়ে তৈরি হয় সেই ছবি।
advertisement
advertisement
আরও পড়ুন: গোটা গ্রাম আবাস বিহীন ! শীতের দিনে চরম কষ্টে গ্রামের মানুষরা
এই বিষয়ে নিশান জানায়, ছোট থেকেই তার শিল্পের প্রতি বিশেষ ঝোক। পড়াশোনায় তিনি একজন বিজ্ঞানের ছাত্র হলেও ছোট থেকেই ছবি আঁকার প্রতি তার অগাধ আগ্রহ। তার আগামীতে ইচ্ছা রয়েছে জিনিস বুকের মতন ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করতে। সেই কারণেই তার এই ধরনের প্রয়াস। নিশানের দাবি এর আগে কখনো কোন শিল্পী স্টোন চিপ দিয়ে এত বড় পোট্রেট ছবি আঁকেন নি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নিশান পুরো কাজ টাই একার হাতে করেছে। নিশান আশাবাদী তার এই কর্ম কান্ডের জন্য অদূর ভবিষ্যতেই সে ওয়ার্ল্ড রেকর্ড গড়ে নজির সৃষ্টি করবে।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2024 4:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পাথর দিয়ে ৪০ ফুটের পোর্ট্রেট! নেতাজিকে শ্রদ্ধার্ঘ চন্দননগরের কলেজ পড়ুয়ার