Bird Feeder: গাছে উঠে ছোট্ট একটি কাজ! কলেজ পড়ুয়াদের অভিনব এমন প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছেন সবাই
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
কলেজ পড়ুয়ারা গাছে উঠে যা করছে, জানলে কুর্নিশ জানাবেন
নদিয়া: আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের এন.এস.এস ইউনিটের তরফ থেকে আজ একটি অভিনব উদ্যোগ নেওয়া হল। সারা গ্রীষ্মকাল ধরে বিভিন্ন প্রজাতির পাখিদের জল পান করানোর জন্য প্রায় ৩৫০ টি বার্ড ফিডার তৈরি করে তা কলেজ এবং কলেজের পার্শ্ববর্তী বিভিন্ন গাছে টাঙানো হয়। এই বার্ড ফিডারগুলি কোনটাই কেনা হয়নি। ছাত্র-ছাত্রীরা তাদের বাড়িতে পড়ে থাকা জলের বা কোল্ড্রিংসের বোতল নিয়ে আসে, সেগুলিকে কেটে তার মধ্যে লাঠি সেট করে তৈরি করা হয় বার্ড ফিডার। এর ফলে একদিকে পরিতক্ত বোতলগুলি যেমন এই কাজে লাগিয়ে পরিবেশবান্ধব কাজ করা হচ্ছে, অপরদিকে এই গরম দাবদাহে পাখিদেরও জলপান করানো সম্ভব হচ্ছে।
কলেজের প্রিন্সিপাল ডঃ অশোক কুমার দাস বলেন, “এই কর্মসূচিটি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত প্রশংসার যোগ্য। তার জন্য এন.এস.এস টিমকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আমাদেরও যেমন বাঁচার অধিকার আছে ঠিক তেমনই অন্যান্য জীবকুলেরও বাঁচার অধিকার আছে। তাই আমাদের সাধ্য মত সকলের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সাহায্য করতে হবে। এটি সেই ধরনেরই একটি ক্ষুদ্র প্রচেষ্টা”।
advertisement
advertisement
কলেজের অধ্যাপক ডঃ অনিরুদ্ধ সাহা জানান, “বিভিন্ন কলেজে যখন NAAC মূল্যায়ন হয় তখন কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বলে একটি বিষয় থাকে। তাতে দেখা হয় যে প্রতিষ্ঠানটি অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ছাড়াও আরও কি করেছে যা পরোক্ষভাবে সমাজের কাজে লাগে। আমাদের এই কর্মসূচি তার মধ্যে পড়ে। এছাড়া শুধু মূল্যায়ন নয়, যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রজাতির পাখি এসে আমাদের নিজের হাতে তৈরি করা বার্ড ফিডার থেকে জল পান করছে এবং খাদ্য খাচ্ছে তা দেখে আমাদের অত্যন্ত আনন্দ লাগে। এটি আমাদের কাছে একটি বড় প্রাপ্তি”।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আসাননগর কলেজটির প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মত। এই কলেজের চারিদিকে রয়েছে অসংখ্য গাছ এবং সেই গাছে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখিদের বাস। এই কলেজের এই ধরনের পদক্ষেপে সমগ্র পক্ষীকুল যারা এই অঞ্চলে বাস করে, তারা সকলেই উপকৃত হবে বলে আশা করা যায়।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 02, 2025 1:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bird Feeder: গাছে উঠে ছোট্ট একটি কাজ! কলেজ পড়ুয়াদের অভিনব এমন প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছেন সবাই








