Durga Puja 2024: পুজোর আগেই মিলছে মা দুর্গার ছবি দেওয়া কাস্টমাইজ পেপার ওয়েট, দেখুন
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Durga Puja 2024: বাড়িতে পড়ার অবসরে দুর্গার মুখ কাস্টমাইজ করা পেপার ওয়েট তৈরি করছেন এক কলেজ ছাত্রী। হাতের নিপুণতা অবাক করবে। স্বনির্ভর এর দিশা দেখাচ্ছেন তিনি
পশ্চিম মেদিনীপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। বিভিন্ন জায়গায় চলছে দূর্গাপুজোর প্রস্তুতি। অফিস হোক কিংবা বাইরে পুজো পুজো রব। তবে বর্তমানে বাজার থেকে কিনে আনা পেপার ওয়েট নয়, পুজোর মরশুমে দুর্গার মুখ কিংবা দেবীর অবয়ব আঁকা পেপার ওয়েট ব্যবহারের চাহিদা বাড়ছে। কাস্টমাইজ পেপার ওয়েট বানিয়ে একদিকে যেমন স্বনির্ভর হচ্ছেন এক কলেজ ছাত্রী, তেমনি মার্জিত এবং ক্রিয়েটিভ পেপার ওয়েটের চাহিদা বাড়ছে মানুষের মধ্যে। পুজোর আগে দেবী দুর্গার মুখ এবং প্রতিকৃতি আঁকা পেপার ওয়েট কেনার আগ্রহ রয়েছে, সাধারণ মানুষের মধ্যে।
কয়েকদিন পরেই দুর্গাপুজো। পোশাক সহ বিভিন্ন জিনিসে দুর্গার মুখ কিংবা দুর্গার ছবি কাস্টমাইজ করেন অনেকে। তবে আপনি জানেন আপনার টেবিলে ব্যবহৃত পেপার ওয়েটেও থাকতে পারে দেবী দুর্গার মুখ কিংবা ছবি। দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রী বাড়িতেই অবসর সময়ে বানাচ্ছেন দুর্গার মুখ ও প্রতিকৃতি কাস্টমাইজ করা পেপার ওয়েট। বিভিন্ন স্টোনের উপর রং তুলি দিয়ে ফুটিয়ে তুলছেন বিভিন্ন ছবি। পুজোর আগে চাহিদা রয়েছে দেবী দুর্গার ছবি আঁকা এই পেপার ওয়েট গুলোর।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বেলদা থানার অর্জুনির বাসিন্দা শম্পা সেনাপতি। ছোট থেকেই তার শখ ছবি আঁকা। তবে দু এক বছর ধরে প্রচলিত ছবি আঁকার পাশাপাশি তিনি তৈরি করছেন হাতের বিভিন্ন জিনিস। একদিকে যেমন বিভিন্ন ধরনের ছবি কখনও ফেলে দেওয়া বোতল, ফেলে দেওয়া দেশলাই বাক্স কিংবা ডিমের খোলের উপর তৈরি ফুটিয়ে তুলছেন তেমনি তিনি রাস্তার ধারে পড়ে থাকা স্টোনের উপর ফুটিয়ে তুলছেন নানা ছবি। অনলাইন মাধ্যমে বিক্রি করছেন দেড়শ থেকে প্রায় তিনশ টাকা পর্যন্ত।
advertisement
দুর্গাপুজোকে কেন্দ্র করে দুর্গার মুখ, প্রতিকৃতি কাস্টমাইজ করা পেপার ওয়েট তৈরি করছেন। শুধু তাই নয়, চাহিদা মত বানিয়েও দিচ্ছেন তিনি। মূলত তার বিভিন্ন ধরনের শৈল্পিক কাজ, ফেলে দেওয়া জিনিস দিয়ে।পড়াশোনার অবসরে বাড়িতে তিনি করেন এই কাজ। বিভিন্ন হাতের কাজ বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এই কলেজ ছাত্রী।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2024 2:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: পুজোর আগেই মিলছে মা দুর্গার ছবি দেওয়া কাস্টমাইজ পেপার ওয়েট, দেখুন






