Coal Mine: গোটা গ্রাম আতঙ্কে! খনিতে বিস্ফোরণ হলেই উড়ে আসছে বড় বড় পাথর, বীভৎস কাণ্ড
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Coal Mine: বিস্ফোরণের শব্দ পেলেই আশ্রয় নিচ্ছেন নিরাপদ স্থানে। কারণ খনিতে বিস্ফোরণ হলে যখন তখন উড়ে আসছে বড় বড় পাথর। যে কোনও সময় বড় বিপদের আশঙ্কায় ভুগছেন জামুড়িয়ার কাঁটাবেরিয়া গ্রামের মানুষ।
পশ্চিম বর্ধমান: একটা গোটা গ্রাম আতঙ্কে কাঁটা। খনিতে বিস্ফোরণ হলেই সিঁদুরে মেঘ দেখছেন গ্রামের মানুষ। যখন তখন মাথার উপর ছাদ ভেঙ্গে পড়ার ভয় পাচ্ছেন। বিস্ফোরণের শব্দ পেলেই আশ্রয় নিচ্ছেন নিরাপদ স্থানে। কারণ খনিতে বিস্ফোরণ হলে যখন তখন উড়ে আসছে বড় বড় পাথর। যে কোনও সময় বড় বিপদের আশঙ্কায় ভুগছেন জামুড়িয়ার কাঁটাবেরিয়া গ্রামের মানুষ।
জামুরিয়া বিধানসভার অন্তর্গত কাঁটাবেড়িয়া গ্রাম। এই গ্রামের আশপাশেই রয়েছে ইসিএল-এর কয়লা খনি। গ্রামবাসীদের অভিযোগ সেই খনিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ করা হচ্ছে। আর সেই বিস্ফোরণের ভয়ানক ফল ভুগতে হচ্ছে গোটা গ্রামের মানুষকে। গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে পড়ছে বিস্ফোরণের প্রভাব। কংক্রিটের ঘরে ধরছে ফাটল। আবার মাটির ঘরগুলির দু-একটি কার্যত ভেঙে পড়েছে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, বিগত প্রায় দু বছর ধরে এমন সমস্যা চলছে। তার বলছেন খনি কর্তৃপক্ষ সেইভাবে সতর্ক না হয়ে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ করছে। বিস্ফোরণের তীব্রতার জেরে ঘরবাড়িতে ফাটল ধরা পড়ছে।
পাথর উড়ে এসে আহত হচ্ছেন গ্রামের মানুষ। সম্প্রতি গ্রামের একটি শিশুও পাথর উড়ে এসে আহত হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। আবার তারা বলছেন, চার থেকে পাঁচ কেজি ওজনের বড় বড় পাথর কখনও উড়ে আসছে। যার ফলে টালির বাড়িগুলি ভেঙে পড়ছে।
advertisement
উল্লেখ্য, মাসখানেক আগেও এমন সমস্যা দেখা গিয়েছিল খনি অঞ্চলে। সে সময় প্রতিবাদ করতে দেখা গিয়েছিল স্থানীয় মানুষজনকে। আবার একই ধরনের সমস্যায় ভুগছেন কাঁটাবেড়িয়া এলাকার মানুষ। তারা বলছেন, বিগত ২ বছর ধরে এই সমস্যা চলছে।
advertisement
তারা একাধিকবার খনি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। তাদের সমস্যার কথা বলেছেন। কিন্তু সেইভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা আবেদন জানাচ্ছেন, সমস্ত রকম সর্তকতা নিয়েই খনিতে বিস্ফোরণ করা হোক। যাতে গ্রামের মানুষজনের কোনও সমস্যা না হয়। পদক্ষেপ না করলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা।
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2024 1:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coal Mine: গোটা গ্রাম আতঙ্কে! খনিতে বিস্ফোরণ হলেই উড়ে আসছে বড় বড় পাথর, বীভৎস কাণ্ড