North 24 Parganas: খেলোয়াড় গড়তে নিজেকে উৎসর্গ করেছেন কোচ! মহাভারতের নয়, বাস্তবের দ্রোণাচার্য সৌভিক আইচ, চিনুন তাঁকে

Last Updated:

North 24 Parganas: উত্তর ২৪ পরগনা জেলার বুকে একের পর এক উদীয়মান প্রতিযোগী নিজেদের সাফল্যের মাধ্যমে রাজ্যের মুখ উজ্জ্বল করছেন। এই প্রতিযোগীদের সাফল্যের পেছনে রয়েছেন তাঁদের কোচ সৌভিক আইচ। যিনি নিজেকে একেবারে দ্রোণাচার্যের মতো উৎসর্গ করে দিয়েছেন ছাত্র-ছাত্রীদের গড়ে তুলতে।

+
কোচ

কোচ সৌভিক আইচের গড়া প্রতিযোগী

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: যুব সমাজকে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে যখন রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, সেই সময়েই উত্তর ২৪ পরগনা জেলার বুকে একের পর এক উদীয়মান প্রতিযোগী নিজেদের সাফল্যের মাধ্যমে রাজ্যের মুখ উজ্জ্বল করছেন। কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর লড়াইয়ের মধ্য দিয়ে এঁরা পৌঁছে যাচ্ছেন জাতীয় মঞ্চে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিযোগীদের মধ্যে জুঁইন মান্টুসা, কিংশুক পাল, অর্পিতা সরকার, কিংশুক দত্ত, রুকসানা খাতুন ও সীমা খাতুন ইতিমধ্যেই বাংলার অ্যাথলেটিক্স দুনিয়ায় পরিচিত নাম হয়ে উঠেছেন। এঁরা যেন অন্ধকারের মধ্যে আলোর দিশা। হাল না ছেড়ে লড়াই করে যাওয়া তরুণ প্রতিভা। এই প্রতিযোগীদের সাফল্যের পেছনে রয়েছেন তাঁদের কোচ সৌভিক আইচ। যিনি নিজেকে একেবারে দ্রোণাচার্যের মতো উৎসর্গ করে দিয়েছেন ছাত্র-ছাত্রীদের গড়ে তুলতে।
advertisement
আরও পড়ুনঃ এশিয়ার অন্যতম বিষাক্ত সাপ! যার এক ছোবলেই ছবি, বসতি এলাকায় সেই বিরল ব্যান্ডেড ক্রেইটের দেখা, কী হল তারপর?
তাঁর প্রশিক্ষণেই প্রত্যন্ত এলাকার প্রতিভারা আজ রাজ্য ও জাতীয় স্তরে নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন। সম্প্রতি জুঁইন মান্টুসা ও কিংশুক পাল সারা দেশের বয়সভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় হাই জাম্পে সোনা ও রুপো জিতে এনেছেন। শুধু তাই নয়, পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতাতেও অর্পিতা সরকার, কিংশুক দত্ত, রুকসানা ও সীমা খাতুন পদক জিতে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিযোগীদের চোখে এখন একটাই স্বপ্ন – জাতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে সাফল্যের শিরোপা জেতা। সেই লক্ষ্যে প্রতিদিন তাঁরা মাঠে নেমে ঘাম ঝরাচ্ছেন, আরও ভাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রোণাচার্য সৌভিক আইচের হাতে গড়ে ওঠা এই প্রতিভারা আজ যেন হয়ে উঠেছেন জেলার গর্ব, রাজ্যের গর্ব। তাঁদের এই সাফল্য প্রমাণ করে, ইচ্ছে আর লড়াইয়ের মানসিকতা থাকলে প্রত্যন্ত গ্রামের মাটি থেকেও আন্তর্জাতিক মানের ক্রীড়া ক্ষেত্রে পৌঁছনো সম্ভব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas: খেলোয়াড় গড়তে নিজেকে উৎসর্গ করেছেন কোচ! মহাভারতের নয়, বাস্তবের দ্রোণাচার্য সৌভিক আইচ, চিনুন তাঁকে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement