ভিনরাজ্যে নির্যাতিত বাঙালি! প্রতিবাদে আজ পথে নামছেন মমতা, ঝাড়গ্রামে আর কী কী কর্মসূচি?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর
ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: এবার অরণ্য সুন্দরীর পথে মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম শহরের রাজবাড়ি থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিলে পা মেলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মিছিলে থাকবেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মানস ভূঁইয়া সহ রাজ্যের একাধিক মন্ত্রী। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। পদযাত্রা শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে এক সভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। সেখানে জোরকদমে মঞ্চের কাজ চলছে, রয়েছে কড়া নিরাপত্তা।
জানা যাচ্ছে, ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের চার দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে।
আরও পড়ুনঃ রাস্তা নেই, বাড়ির মধ্যে চলাচল করছে নৌকা! ত্রাণ বিলি করে বড় আশ্বাস তৃণমূল বিধায়কের
বিগত কিছুদিনে দেশের বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি সন্দেহে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ। কখনও মারধর, কখনও আবার হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়ার মত ঘটনা ঘটছে। এমনকি পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মত অভিযোগও শোনা গিয়েছে। এর প্রতিবাদেই পথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
ইতিমধ্যেই কলকাতা ও শান্তিনিকেতনে দু’টি মিছিল করেছেন মমতা। এবার জঙ্গলমহলে পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ঝাড়খণ্ডের সীমানা সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি বৃদ্ধি হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তাঁর এই সফরে প্রশাসনিক নানা কর্মসূচিতেও অংশ নেবেন। তাই নিরাপত্তায় কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না প্রশাসন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা যেমন তুঙ্গে তেমনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সফর স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সভামঞ্চ খতিয়ে দেখেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো সহ অন্যান্যরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 2:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিনরাজ্যে নির্যাতিত বাঙালি! প্রতিবাদে আজ পথে নামছেন মমতা, ঝাড়গ্রামে আর কী কী কর্মসূচি?