বন্যায় ফসল নষ্ট! কৃষকদের ক্ষতিপূরণ দেবে রাজ্য, বড় ঘোষণা মমতার
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ঘাটাল,পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: চারিদিকে জল আর জল, দেখলে মনে হবে যেন কোনও সমুদ্র! বন্যা কবলিত ঘাটালে এখনও ঘরবন্দি একাধিক গ্রাম থেকে পৌর এলাকা। সেই কারণে এবার বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর বন্যার ফলে ঘাটালে ব্যাপক ব্যাঘাত ঘটছে, অনেক বাসিন্দা আটকে পড়েছেন, অসহায় হয়ে পড়েছেন। নিজের চোখে সেই যন্ত্রণা দেখলেন মমতা। সেই সঙ্গেই বন্যা পরিস্থিতি পর্যালোচনাও করেন তিনি।
ঘাটালের বন্যা পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার জন্য এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বন্যা কবলিত ঘাটালে কীভাবে চলছে স্বাস্থ্য পরিষেবা? তার খোঁজ নেওয়ার পাশাপাশি বন্যা দুর্গতদের মেডিক্যাল ক্যাম্পে যান তিনি। ডাক্তার থেকে শুরু করে ক্যাম্পে চিকিৎসা করতে আসা প্রত্যেকের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুনঃ মাছ ধরার সময় বজ্রপাত, নদীর পাড়েই লুটিয়ে পড়লেন ভোলা! ফের বাজ পড়ে মৃত্যু রাজ্যে
বন্যার কারণে ঘাটালের একাধিক রাস্তাঘাট এখনও জলের তলায়। চলছে না যানবাহন, অ্যাম্বুলেন্সও কোনও ভাবে ঢুকতে পারছে না। স্পিড বোট করে অসুস্থ রোগীদের আনছেন সিভিল ডিফেন্স কর্মীরা। দিন-রাত এক করে কাজ করে যাচ্ছেন তাঁরা। যেখানেই মানুষ অসুস্থ হচ্ছেন, স্পিডবোট নিয়ে ছুটে যাচ্ছেন। অসুস্থ রোগীকে উদ্ধার করে এনে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি করছেন। গর্ভবতী মহিলা থেকে সাপে কামড়ানো রোগী সহ বিভিন্ন ইমার্জেন্সি রোগীদের স্পিড বোটের মাধ্যমে আনা হচ্ছে ঘাটাল হাসপাতালে। ঘাটালবাসী কবে মুক্তি পাবে এই জলযন্ত্রণা থেকে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, বন্যার কারণে ফসল নষ্ট হওয়া কৃষকদের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। তিনি বলেন, সরকার এলাকায় জলবদ্ধতা রোধে পদক্ষেপ নেবে এবং নিষ্কাশনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কাজ করবে। ঘাটাল মাস্টার প্ল্যানও খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আশ্বাস দেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 06, 2025 12:05 PM IST






