ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী...! আদিবাসী দিবস ঘিরে লাগাতার কর্মসূচি আঁটোসাটো নিরাপত্তা
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Priti Saha
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় জানিয়েছিলেন, ঝাড়গ্রাম একসময় উত্তপ্ত ছিল। ২০১১ সালের আগে বাম আমলে ঝাড়গ্রামে মানুষ আসতে ভয় পেতেন। তৃণমূল ক্ষমতায় আসার পর ঝাড়গ্রামের চিত্র পাল্টেছে। এখন সাধারণ মানুষ এখানে শান্তিতে বসবাস করতে পারেন।
ঝাড়গ্রাম: স্টেডিয়ামের মাঠে আদিবাসী দিবস পালনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উদ্যোগে চারদিন ধরে পালন হবে আদিবাসী দিবস পালন।
৯ অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতি বছরের মতো নয়। এবার চারদিন ধরে এটি পালনের কথা বলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার ঝাড়গ্রামে রাজ্যস্তরে এই অনুষ্ঠানের সূচনায় আদিবাসী সম্প্রদায়ের হাতে সরকারি সুযোগ সুবিধা তা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সামনেই বিধানসভা নির্বাচন। লোকসভাতেও ফল করেছে তৃণমূল। তাই আদিবাসী সম্প্রদায়ের উদ্দেশ্যে কী বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী, সেদিকেও সকলের নজর থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে গোটা ঝাড়গ্রাম শহর জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে থাকবেন এবং একটি প্রশাসনিক বৈঠকেও অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। ৭ অগাস্ট থেকে ৯ অগাস্ট পর্যন্ত চারদিন ধরে চলবে নানা সাংস্কৃতিক ও প্রশাসনিক অনুষ্ঠান। এই চারদিনের কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু হবে ঝাড়গ্রাম স্টেডিয়াম।
advertisement
advertisement
বুধবারের মিছিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় জানিয়েছিলেন, ঝাড়গ্রাম একসময় উত্তপ্ত ছিল। ২০১১ সালের আগে বাম আমলে ঝাড়গ্রামে মানুষ আসতে ভয় পেতেন। তৃণমূল ক্ষমতায় আসার পর ঝাড়গ্রামের চিত্র পাল্টেছে। এখন সাধারণ মানুষ এখানে শান্তিতে বসবাস করতে পারেন। গতকালের মিছিল এবং আজকের অনুষ্ঠানের পিছনে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, এমনই মনে করছেন রাজনৈতিক কারবারিরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 9:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী...! আদিবাসী দিবস ঘিরে লাগাতার কর্মসূচি আঁটোসাটো নিরাপত্তা