Mamata Banerjee: বাংলার মুখ্যমন্ত্রীর 'মমতাময়ী' রূপ, অসহায় ব্যক্তির দুঃসহ জীবনে দিলেন সুখের সন্ধান
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Mamata Banerjee: মাঝেমধ্যে পঞ্চায়েত থেকে ত্রিপল মিলেছে ঠিকই, কিন্তু মাথা গোঁজার জন্য একটি পাকাবাড়ি জোটেনি। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শেষ হল চার বছরের দুঃসহ অপেক্ষা।
আউশগ্রাম, বনোয়ারীলাল চৌধুরী: ঝড়ে ভেঙে গিয়েছিল মাটির বাড়ি। সেই থেকে প্রায় চার বছর ধরে আশ্রয়হীন অবস্থায় কাটছিল আউশগ্রাম-১ ব্লকের বাসিন্দা পিয়ারত শেখের পরিবারের জীবন। মাথার উপর ছাদ হারিয়ে দম্পতি আশ্রয় নিয়েছিলেন গ্রামেরই একটি পরিত্যক্ত আইসিডিএস কেন্দ্রে। প্রশাসনের কাছে একাধিকবার দরবার করেও কোনও স্থায়ী ব্যবস্থা হয়নি। মাঝেমধ্যে পঞ্চায়েত থেকে ত্রিপল মিলেছে ঠিকই, কিন্তু মাথা গোঁজার জন্য একটি পাকাবাড়ি জোটেনি। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শেষ হল চার বছরের দুঃসহ অপেক্ষা।
পিয়ারত শেখ শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারেন না। সংসার চলে রসুলা বিবির কষ্টার্জিত উপার্জনে। কখনও বিড়ি বেঁধে, কখনও অন্যের বাড়িতে কাজ করে। বিদ্যুৎবিহীন, পানীয় জলের অভাবগ্রস্ত আইসিডিএস সেন্টারেই কষ্টে দিনযাপন করছিলেন তাঁরা। গ্রামবাসীরাও বারবার দাবি তুলেছিলেন এই পরিবার যেন একটি বাড়ি পায়।
২০২৪ সালের ডিসেম্বরে Local 18 বাংলায় এই অসহায় দম্পতির করুণ কাহিনি প্রকাশিত হয়। সেই খবর নজরে আসে প্রশাসনেরও। মঙ্গলবার, বর্ধমান সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে পিয়ারত শেখকে বাড়ি তৈরির জন্য চেক তুলে দেন। এদিন বর্ধমানের সভা থেকে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে পিয়ারত শেখকে বাড়ি তৈরির সুবিধা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রীর হাত থেকে পাকা বাড়ি তৈরির চেক পেয়ে খুশিতে চোখে জল পিয়ারত শেখের৷ তিনি বলেন,”দিদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এতদিন পর আমার সমস্যার সমাধান হল। আমি খুব খুশি হয়েছি।”
advertisement
advertisement
বিল্বগ্রাম অঞ্চলের প্রধান কিশোর রায়চৌধুরী বলেন,”পিয়ারত শেখকে বর্ধমানে দিদি বাড়ি তৈরির চেক প্রদান করেন৷ বাংলার মুখ্যমন্ত্রী গরীবের কথা যে ভাবেন তা প্রমানিত৷” একই কথা বলেন আউশগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়৷ তিনি বলেন,”আউশগ্রামে পিয়ারতের সঙ্গে আরেকজনকেও বাড়ি তৈরির চেক প্রদান করা হয়৷ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন আশা জাগল পিয়ারত শেখ ও রসুলা বিবির জীবনে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশির স্রোত বইছে গোটা গ্রামে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 8:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: বাংলার মুখ্যমন্ত্রীর 'মমতাময়ী' রূপ, অসহায় ব্যক্তির দুঃসহ জীবনে দিলেন সুখের সন্ধান