জেলায় একের পর এক খুন, নদিয়ার আইন-শৃঙ্খলা নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী

Last Updated:

নদিয়া জেলায় একের পর এক খুন, ডাকাতির ঘটনায় বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

#নদিয়া: নদিয়া জেলায় একের পর এক খুন, ডাকাতির ঘটনায় বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার প্রশাসনিক বৈঠকে পুলিশের সামনেই ক্ষোভ উগরে দিলেন তিনি। রোষের মুখে পড়লেন রাজ্য পুলিশের ডিজি থেকে নদিয়ার পুলিশ সুপার। সিআইডি তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিলেন। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অপরাধ বন্ধ করতে জেলা পুলিশকে আরও কড়া ব্যবস্থা নিতে বললেন মুখ্যমন্ত্রী।
কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক চলছে। সংবাদমাধ্যমের ক্যামেরায় লাইভ সম্প্রচারও হচ্ছে। মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়লেন রাজ্য পুলিশের ডিজি। নদিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়ায় একের পর এক খুন, ডাকাতি। টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাও। চলতি বছরের ষোলো এপ্রিল। হাঁসখালিতে তৃণমূলের দলীয় দফতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। খুন হন হাঁসখালির তৃণমূল ব্লক প্রেসিডেন্ট দুলাল বিশ্বাস।
advertisement
advertisement
দুলাল বিশ্বাস খুনের ঘটনায় তদন্ত করছে সিআইডি। সবমিলিয়ে পাঁচ জন সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু মূল অভিযুক্তরা এখনও অধরাই। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের লোকদের মার্ডার করা হচ্ছে। একটার পর একটা। পুলিশ কিছু জানে না আমি বিশ্বাস করি না।
শুধু দুলাল বিশ্বাস নন। বেহাল নদিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি।
advertisement
১৩ জুন, ২০১৬ রানাঘাটের তৃণমূল যুবনেতা অরুণ সিকদার খুন
৩১ মার্চ, ২০১৭ তাহেরপুরে তৃণমূল যুবনেতা দেবদাস সরকার খুন
২২ এপ্রিল, ২০১৭ চাকদহের চৌগাছায় পিটিয়ে খুন রাহুল শিয়ালী
২৯ মার্চ, ২০১৭ কল্যাণী সেতুর নীচে স্কুল ছাত্রীর অচৈতন্য দেহ উদ্ধার
২০১৫-এর ১৪ মার্চ। রানাঘাটের চুয়াত্তর বছরের বৃদ্ধা সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনায় বাংলাদেশি দুষ্কৃতীদের নাম সামনে আসে। দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে এসেছিল। ঘটনার চুরানব্বই দিন পর শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার করা হয় নজরুল ইসলাম ওরফে নজুকে। নদিয়ায় ভারত-বাংলাদেশের একশো দশ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সীমান্ত এলাকায় আরও সতর্ক হতে নদিয়া প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নারীপাচার, শিশুপাচার বন্ধ করতে কড়া ব্যবস্থা নিতে বলেছেন।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘মাইকের দাপট বন্ধ করুন ৷ অফিসে বসে না থেকে রাস্তায় বেরোন ৷ পাশাপাশি থানার মধ্যে যেন যোগাযোগ থাকে ৷ চোরা কারবার, নারীপাচার রুখতেই হবে ৷ বাইরের লোক এসে অশান্তির চেষ্টা করছে ৷ টাকা দিয়ে লোক পাঠিয়ে হিংসা ছড়াচ্ছে ৷ কড়া নজর রাখুন ৷ সীমান্তে নিরাপত্তা আরও স্ট্রং করুন, বোল্ড করুন। বর্ডার সিল করুন।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলায় একের পর এক খুন, নদিয়ার আইন-শৃঙ্খলা নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement