Closed Primary School: বন্ধ সরকারি স্কুল ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের 'দখলে'! দিব্যি চলছে সংসার

Last Updated:

Closed Primary School: অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বন্ধ নিত্যানন্দ জিএফপি স্কুল কার্যত ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দখলে চলে গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে

+
বন্ধ

বন্ধ স্কুলে চলছে রান্না

উত্তর ২৪ পরগনা: বন্ধ প্রাথমিক স্কুলেই রান্না করা থেকে থাকা-খাওয়া, রীতিমতো সংসার পেতেছেন ভিন রাজ্য থেকে আসা ঠিকা শ্রমিকরা। এক সময় যে স্কুল পড়ুয়াদের কোলাহলে মেতে থাকত বর্তমানে সেটাই শিক্ষকের অভাবে বন্ধ হয়ে পড়ে আছে। আর সেই সুযোগে গোটা স্কুলটি কার্যত ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাসস্থানে পরিণত হয়েছে।
অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বন্ধ নিত্যানন্দ জিএফপি স্কুল কার্যত ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দখলে চলে গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় প্রাথমিক স্কুলটি। সেই বন্ধ স্কুলেই দিব্যি ঘর-সংসার পেতে বসবাস করছে ঝারখণ্ড সহ এ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২০ জনের মত নির্মাণ কর্মী ও রাস্তা তৈরির শ্রমিকরা। রাতে স্কুলের মধ্যে রীতিমত মশারি খাটিয়ে ঘুমোতে দেখা যায় তাঁদের।
advertisement
advertisement
স্কুলের ভেতর থাকা নিয়ে ঝাড়খণ্ড থেকে আসা নির্মাণ শ্রমিক মুন্না নিজে অকপটে স্বীকার করেছেন, তাঁদের রাজ্যের কোন‌ও স্কুলে এমন দৃশ্য দেখতে পাওয়া যাবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন ঠিকাদার নিজে তাঁদের এখানে থাকার বন্দোবস্ত করে দিয়েছেন। একই কথা শোনা গেল স্কুলে বসবাসকারী রান্নায় ব্যস্ত থাকা এক গৃহবধুর গলায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্থানীয়রা সোচ্চার হয়ে উঠেছেন। সকলেই চাইছেন দ্রুত এই স্কুলটি ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দখলমুক্ত করা হোক।
advertisement
স্থানীয় বাসিন্দারা এই বন্ধ প্রাথমিক স্কুলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। একান্তই সেটা সম্ভব না হলে এখানে পুরসভার তত্ত্বাবধানে স্বাস্থ্য কেন্দ্র গড়ার দাবি তোলা হয়েছে।
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Closed Primary School: বন্ধ সরকারি স্কুল ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের 'দখলে'! দিব্যি চলছে সংসার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement