Closed Cold Storage: বন্ধ হিমঘরে রাত্রিবাস, বালিশ-মশারি নিয়ে পাকাপোক্ত ব্যবস্থা!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Closed Cold Storage: স্থানীয় বাস টার্মিনাসের কিছু কর্মীর রাতে থাকার আস্তানা হয়ে উঠেছে এই হিমঘরের ঘরগুলি। রীতিমত বিছানা থেকে শুরু করে বালিশ, মশারি টাঙানো রয়েছে ঘরগুলিতে!
উত্তর ২৪ পরগনা: সবজির দামে অগ্নিমূল্য। বাজারে যেতে ভয় পাচ্ছে মধ্যবিত্ত বাঙালি। এদিকে চাষিরাও ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সকলের সুবিধা করতে পারে হিমঘর বা কোল্ড স্টোরেজ। কিন্তু এ যেন এক অবাক ছবি। বন্ধ হয়ে পড়ে আছে হিমঘর, সেখানে চলছে রাত্রিবাস। ফলে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী সকলে।
বাম আমলে তৈরি হয়েছিল উত্তর ২৪ পরগনার অশোকনগরের এই হিমঘরটি। সেটি আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ২০০২ সালে অনুমোদন পাওয়া এই কোল্ড স্টোরেজ সম্পূর্ণ হতে লেগেছিল ১৩ বছর। তার মাঝে বদলেছে পুরসভার ক্ষমতা, বামেদের হাত থেকে পুরসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তাদের আমলেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় হিমঘরটির। অভিযোগ, কয়েক মাস যেতে না যেতেই বন্ধ হয়ে যায় সরকারি অর্থে তৈরি এই হিমঘর।
advertisement
advertisement
দীর্ঘদিন বন্ধ থাকায় বর্তমানে হিমঘরটির চারপাশে আগাছা জন্মেছে। ফ্রিজার থেকে শুরু করে ইলেকট্রিক্যাল সরঞ্জামে জং ধরেছে। এটি বন্ধ থাকায় বিস্তীর্ণ এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। বর্তমানে স্থানীয় বাস টার্মিনাসের কিছু কর্মীর রাতে থাকার আস্তানা হয়ে উঠেছে এই হিমঘরের ঘরগুলি। রীতিমত বিছানা থেকে শুরু করে বালিশ, মশারি টাঙানো রয়েছে ঘরগুলিতে!
advertisement
হিমঘরের মধ্যে লোকের বসবাস প্রসঙ্গে স্থানীয় পুরপ্রধান জানান, সরকারের তরফ থেকে বাস টার্মিনাস করা হলেও কর্মীদের থাকার কোনও জায়গা নেই। তাই আপাতত হিমঘর চালু না থাকায় সেখানেই জায়গা করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, বিপুল অর্থ ব্যয়ে তৈরি সরকারি এই হিমঘর পড়ে থাকা সত্ত্বেও কেন পরিষেবা পাবেন না এলাকার কৃষক ও ব্যবসায়ীরা? যদিও এর উত্তর কারোর জানা নেই।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2024 9:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Closed Cold Storage: বন্ধ হিমঘরে রাত্রিবাস, বালিশ-মশারি নিয়ে পাকাপোক্ত ব্যবস্থা!