Sonarpur Student Death: স্পোর্টস ক্লাসে অঘটন, দৌড়তে গিয়ে লুটিয়ে পড়ল নবম শ্রেণির ছাত্র! সোনারপুরের নামী স্কুলে মর্মান্তিক কাণ্ড
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুরের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা বছর পনেরোর অর্কদীপ পড়ত কামালগাজি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে।
অর্পণ মণ্ডল, সোনারপুর: স্কুল চলাকালীন দৌড়নোর মাঝেই আচমকা অসুস্থ হয় মৃ্ত্যু হল নবম শ্রেণির ছাত্রের৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার কামালগাজি এলাকায়৷
প্রত্যক্ষদর্শীরা দানিয়েছেন, শুক্রাবর স্কুলে স্পোর্টস ক্লাস চলছিল। তাতে উপস্থিত ছিল নবম শ্রেণির ছাত্র অর্কদীপ বাগ। দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুরের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা বছর পনেরোর অর্কদীপ পড়ত কামালগাজি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে।
সহপাঠীদের সঙ্গে দৌড় শুরু করেছিল সে। কিন্তু মাঝ পথেই আচমকা পড়ে যায় মাটিতে। শিক্ষক ও স্কুলকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যান নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা অর্কদীপকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
ছাত্রের হঠাৎ এমন পরিণতিতে শোকস্তব্ধ সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকা— সকলেই। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে অর্কদীপের পরিবার। সুস্থ-স্বাভাবিক এক পড়ুয়ার এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। কীভাবে পুরো ঘটনা ঘটল সে বিষয়ে পুলিশের পকিছু জানায়নি এখনও।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অর্কদীপের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না, অথহবা মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কি না—সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের। তা খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 7:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sonarpur Student Death: স্পোর্টস ক্লাসে অঘটন, দৌড়তে গিয়ে লুটিয়ে পড়ল নবম শ্রেণির ছাত্র! সোনারপুরের নামী স্কুলে মর্মান্তিক কাণ্ড