মালদহে গণবিবাহে ধুন্ধুমার, উঠল ধর্মান্তকরণের অভিযোগ

Last Updated:

ঝাড়খণ্ড দিসম পার্টির অভিযোগ, গণবিবাহের নামে সারনা সম্প্রদায়ের আদিবাসী যুবকযুবতীর ধর্মান্তকরণ করাচ্ছে ভিএইচপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে ভিএইচপি।

#মালদহ: বিশ্ব হিন্দু পরিষদের গণবিবাহ ঘিরে মালদহের আটমাইলে ধুন্ধুমার।  ধর্মান্তকরণের অভিযোগে অনুষ্ঠানে হামলা। হামলায় অভিযুক্ত ঝাড়খণ্ড দিসম পার্টি। এক ঘন্টা বন্ধ থাকে আড়াইশোর বেশি যুবকযুবতীর বিয়ের অনুষ্ঠান। পরে পুলিশি পাহারায় শুরু হয় বিয়ের অনুষ্ঠান।
রণক্ষেত্রের চেহারা নিল বিয়ের অনুষ্ঠান। মালদহে আটমাইলে গণবিবাহের অনুষ্ঠানে সংঘর্ষে জড়াল বিশ্ব হিন্দু পরিষদ ও ঝাড়খণ্ড দিসম পার্টি। গণবিবাহ আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। তবে ঝাড়খণ্ড দিসম পার্টির অভিযোগ, গণবিবাহের নামে সারনা সম্প্রদায়ের আদিবাসী যুবকযুবতীর ধর্মান্তকরণ করাচ্ছে ভিএইচপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে ভিএইচপি। রবিবার সকাল ১০টা নাগাদ আড়াইশোর বেশি যুবকযুবতীকে নিয়ে অনুষ্ঠান শুরু করে VHP। এর প্রতিবাদে বেলা বারোটা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ঝাড়খণ্ড দিসম পার্টি। অভিযোগ, তারপরই দুপুর ২টো নাগাদ বিয়ে বন্ধ করতে আটমাইলে বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে হামলা চালায় ঝাড়খণ্ড দিসম পার্টি।
advertisement
সংঘর্ষের পর অবশ‍্য দুপক্ষেরই দাবি, পুলিশকে আগেই সব জানানো হয়। প্রশ্ন উঠছে, আগে থেকে জেনেও তাহলে কেন সংঘর্ষ এড়াতে পারল না পুলিশ? যদিও উত্তর দিতে পারেননি মালদহের আইসি শান্তিনাথ পাঁজা। তবে সংঘর্ষের পর পুলিশি পাহারাতেই বিয়ের অনুষ্ঠান শেষ করে ভিএইচপি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মালদহে গণবিবাহে ধুন্ধুমার, উঠল ধর্মান্তকরণের অভিযোগ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement