#মালদহ: বিশ্ব হিন্দু পরিষদের গণবিবাহ ঘিরে মালদহের আটমাইলে ধুন্ধুমার। ধর্মান্তকরণের অভিযোগে অনুষ্ঠানে হামলা। হামলায় অভিযুক্ত ঝাড়খণ্ড দিসম পার্টি। এক ঘন্টা বন্ধ থাকে আড়াইশোর বেশি যুবকযুবতীর বিয়ের অনুষ্ঠান। পরে পুলিশি পাহারায় শুরু হয় বিয়ের অনুষ্ঠান।
রণক্ষেত্রের চেহারা নিল বিয়ের অনুষ্ঠান। মালদহে আটমাইলে গণবিবাহের অনুষ্ঠানে সংঘর্ষে জড়াল বিশ্ব হিন্দু পরিষদ ও ঝাড়খণ্ড দিসম পার্টি। গণবিবাহ আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। তবে ঝাড়খণ্ড দিসম পার্টির অভিযোগ, গণবিবাহের নামে সারনা সম্প্রদায়ের আদিবাসী যুবকযুবতীর ধর্মান্তকরণ করাচ্ছে ভিএইচপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে ভিএইচপি। রবিবার সকাল ১০টা নাগাদ আড়াইশোর বেশি যুবকযুবতীকে নিয়ে অনুষ্ঠান শুরু করে VHP। এর প্রতিবাদে বেলা বারোটা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ঝাড়খণ্ড দিসম পার্টি। অভিযোগ, তারপরই দুপুর ২টো নাগাদ বিয়ে বন্ধ করতে আটমাইলে বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে হামলা চালায় ঝাড়খণ্ড দিসম পার্টি।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Clash at Marriage, Maldah, Marriage, Mass Wedding, VHP