কানহাইয়ার সভার আগে টিটাগড়ে উত্তেজনা-অবরোধ, ধৃত ৮ বিজেপি কর্মী

Last Updated:

কানহাইয়ার নামে বিতর্কিত পোস্টার সেঁটে দেওয়া হয়৷ ঘটনায় ৮ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ প্রতিবাদে পথ অবরোধ বিজেপির৷

#টিটাগড়: সিপিআই-এর তরুণ নেতা কানহাইয়া কুমারের সভার আগেই উত্তেজনা টিটাগড়ে৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবার ব্যারাকপুরে শিল্পাঞ্চলে সভা করার কথা কানহাইয়ার৷ তার আগে কানহাইয়ার নামে বিতর্কিত কাপোস্টার সেঁটে দেওয়া হয়৷ ঘটনায় ৮ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ প্রতিবাদে পথ অবরোধ বিজেপির৷
বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দল, ভাটপাড়া এলাকা। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেশনের কাছে দেবশ্রী হলের মাঠে প্রতিবাদ-সভায় আসার কথা কানহাইয়ার। সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরোধিতায় ওই সভার আয়োজক সমাজকর্মী, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মঞ্চ।
কানহাইয়ার সঙ্গে সভায় বক্তা সিপিআইএম-এর মহম্মদ সেলিম, সিপিআই (এম-এল) লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য এবং শিল্পী ও বিদ্বজ্জনরা। বিকেলে ওই সভার আগে বিধাননগরে ইন্দ্রজিৎ গুপ্তর জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনায় যোগ দেওয়ার কথা কানহাইয়া, সেলিম, দীপঙ্কর ও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কানহাইয়ার সভার আগে টিটাগড়ে উত্তেজনা-অবরোধ, ধৃত ৮ বিজেপি কর্মী
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement