CITU Wins Kolaghat: উড়ল লাল আবির... কোলাঘাটে উলট পুরাণ! সমবায় ভোটে ক্ষমতা দখল করল সিপিএম শ্রমিক সংগঠন সিটু
- Reported by:Sujit Bhoumik
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
CITU Wins Kolaghat: সোমবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভান্ডার সমিতির নির্বাচন হয়। ১৫-টি আসনের ১০ টি আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা দখল করেছে সিটু।
পূর্ব মেদিনীপুর : কোলাঘাট কে.টি.পি.পি কর্মী সমবায় ভান্ডার সমিতির ক্ষমতা দখল করল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। সোমবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভান্ডার সমিতির নির্বাচন হয়। ১৫-টি আসনের ১০ টি আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা দখল করেছে সিটু।
সোমবার সকাল ১০ টা থেকে ভোট পর্ব শুরু হয়। এই সমবায় ভোটে মোট আসন সংখ্যা ছিল ১৫ টি। এরমধ্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC লড়েছে ১৫ টিতে, সিপিআই শ্রমিক সংগঠন CITU লড়েছিল ১৫ টিতে এবং বিজেপি শ্রমিক সংগঠন BMS প্রার্থী দিয়েছে ১৩ টি আসনে। কড়া নিরাপত্তার সঙ্গে সকাল থেকে চলে ভোটগ্রহণ প্রক্রিয়া।
advertisement
advertisement
কিন্তু শেষ হাসি হেসেছে সিপিআই শ্রমিক সংগঠন সিটু। নির্বাচনে জয়লাভ করেছে সিপিআই শ্রমিক সংগঠন CITU। পনেরোটির মধ্যে ১০ টি আসনই পেয়ে জয়লাভ করেছে তারা। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC ৫ টি আসন পায়। বিজেপি শ্রমিক সংগঠন BMS খাতাই খুলতে পারেনি।
advertisement
একের পর এক জায়গায় যখন তৃণমূল কংগ্রেস সমবায় ভোটে জয়লাভ করছে। ঠিক সেই সময় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভান্ডার সমিতির নির্বাচনে এই অন্য ছবি ধরা পড়েছে। জয়ের পর আবির খেলায় মাতেন সিপিএমের শ্রমিক সংগঠন CITU-র নেতা কর্মীরা। যদিও ডি.এ ইস্যুই এই জয়লাভে ভুমিকা রেখেছে বলে দাবি করেছে সিপিআই এম সমর্থিত জয়ী প্রার্থীরা।
advertisement
প্রতিবেদন : সুজিত ভৌমিক, সর্বানন্দ মিশ্র, কোলাঘাট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2023 10:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CITU Wins Kolaghat: উড়ল লাল আবির... কোলাঘাটে উলট পুরাণ! সমবায় ভোটে ক্ষমতা দখল করল সিপিএম শ্রমিক সংগঠন সিটু










