CITU Wins Kolaghat: উড়ল লাল আবির... কোলাঘাটে উলট পুরাণ! সমবায় ভোটে ক্ষমতা দখল করল সিপিএম শ্রমিক সংগঠন সিটু

Last Updated:

CITU Wins Kolaghat: সোমবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভান্ডার সমিতির নির্বাচন হয়। ১৫-টি আসনের ১০ টি আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা দখল করেছে সিটু।

সমবায় ভান্ডার সমিতির নির্বাচন
সমবায় ভান্ডার সমিতির নির্বাচন
পূর্ব মেদিনীপুর : কোলাঘাট কে.টি.পি.পি কর্মী সমবায় ভান্ডার সমিতির ক্ষমতা দখল করল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। সোমবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভান্ডার সমিতির নির্বাচন হয়। ১৫-টি আসনের ১০ টি আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা দখল করেছে সিটু।
সোমবার সকাল ১০ টা থেকে ভোট পর্ব শুরু হয়। এই সমবায় ভোটে মোট আসন সংখ্যা ছিল ১৫ টি। এরমধ্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC লড়েছে ১৫ টিতে, সিপিআই শ্রমিক সংগঠন CITU লড়েছিল ১৫ টিতে এবং বিজেপি শ্রমিক সংগঠন BMS প্রার্থী দিয়েছে ১৩ টি আসনে। কড়া নিরাপত্তার সঙ্গে সকাল থেকে চলে ভোটগ্রহণ প্রক্রিয়া।
advertisement
advertisement
কিন্তু শেষ হাসি হেসেছে সিপিআই শ্রমিক সংগঠন সিটু। নির্বাচনে জয়লাভ করেছে সিপিআই শ্রমিক সংগঠন CITU। পনেরোটির মধ্যে ১০ টি আসনই পেয়ে জয়লাভ করেছে তারা। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC ৫ টি আসন পায়। বিজেপি শ্রমিক সংগঠন BMS খাতাই খুলতে পারেনি।
advertisement
একের পর এক জায়গায় যখন তৃণমূল কংগ্রেস সমবায় ভোটে জয়লাভ করছে। ঠিক সেই সময় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভান্ডার সমিতির নির্বাচনে এই অন্য ছবি ধরা পড়েছে। জয়ের পর আবির খেলায় মাতেন সিপিএমের শ্রমিক সংগঠন CITU-র নেতা কর্মীরা। যদিও ডি.এ ইস্যুই এই জয়লাভে ভুমিকা রেখেছে বলে দাবি করেছে সিপিআই এম সমর্থিত জয়ী প্রার্থীরা।
advertisement
প্রতিবেদন : সুজিত ভৌমিক, সর্বানন্দ মিশ্র, কোলাঘাট
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CITU Wins Kolaghat: উড়ল লাল আবির... কোলাঘাটে উলট পুরাণ! সমবায় ভোটে ক্ষমতা দখল করল সিপিএম শ্রমিক সংগঠন সিটু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement