পূর্ব মেদিনীপুর : কোলাঘাট কে.টি.পি.পি কর্মী সমবায় ভান্ডার সমিতির ক্ষমতা দখল করল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। সোমবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভান্ডার সমিতির নির্বাচন হয়। ১৫-টি আসনের ১০ টি আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা দখল করেছে সিটু।
সোমবার সকাল ১০ টা থেকে ভোট পর্ব শুরু হয়। এই সমবায় ভোটে মোট আসন সংখ্যা ছিল ১৫ টি। এরমধ্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC লড়েছে ১৫ টিতে, সিপিআই শ্রমিক সংগঠন CITU লড়েছিল ১৫ টিতে এবং বিজেপি শ্রমিক সংগঠন BMS প্রার্থী দিয়েছে ১৩ টি আসনে। কড়া নিরাপত্তার সঙ্গে সকাল থেকে চলে ভোটগ্রহণ প্রক্রিয়া।
কিন্তু শেষ হাসি হেসেছে সিপিআই শ্রমিক সংগঠন সিটু। নির্বাচনে জয়লাভ করেছে সিপিআই শ্রমিক সংগঠন CITU। পনেরোটির মধ্যে ১০ টি আসনই পেয়ে জয়লাভ করেছে তারা। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC ৫ টি আসন পায়। বিজেপি শ্রমিক সংগঠন BMS খাতাই খুলতে পারেনি।
একের পর এক জায়গায় যখন তৃণমূল কংগ্রেস সমবায় ভোটে জয়লাভ করছে। ঠিক সেই সময় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভান্ডার সমিতির নির্বাচনে এই অন্য ছবি ধরা পড়েছে। জয়ের পর আবির খেলায় মাতেন সিপিএমের শ্রমিক সংগঠন CITU-র নেতা কর্মীরা। যদিও ডি.এ ইস্যুই এই জয়লাভে ভুমিকা রেখেছে বলে দাবি করেছে সিপিআই এম সমর্থিত জয়ী প্রার্থীরা।
প্রতিবেদন : সুজিত ভৌমিক, সর্বানন্দ মিশ্র, কোলাঘাট
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।