হোম /খবর /দক্ষিণবঙ্গ /
শান্তিকুঞ্জের বাইরে সিআইডি,শুভেন্দুর রক্ষীর মৃত্যুর ঘটনায় দিব্যেন্দুর সঙ্গে কথা

CID Talks With Dibyebdu Adhikari: শান্তিকুঞ্জের বাইরে সিআইডি, শুভেন্দুর নিরাপত্তা রক্ষীর মৃত্যুর ঘটনায় দিব্যেন্দুর সঙ্গে কথা

কাঁথিতে বাড়ির বাইরে দিব্যেন্দু অধিকারী৷

কাঁথিতে বাড়ির বাইরে দিব্যেন্দু অধিকারী৷

কাঁথি থানা হয়ে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে পৌঁছন সিআইডি আধিকারিকরা৷ বাড়ির বাইরে নিরাপত্তারক্ষীদের আবাসন ঘুরে দেখে সিআইডি দল (CID)৷

  • Last Updated :
  • Share this:

#কাঁথি: শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় এবার সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন সিআইডি আধিকারিকরা৷ শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনার তদন্ত ভার নিয়ে এ দিন কাঁথিতে যায় সিআইডি-র দল৷ কাঁথি থানা হয়ে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে পৌঁছন সিআইডি আধিকারিকরা৷ বাড়ির বাইরে নিরাপত্তারক্ষীদের আবাসন ঘুরে দেখে সিআইডি দল৷ খবর পেয়ে সেখানে চলে আসেন তমলুকের সাংসদ এবং শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী৷ তখনই তাঁকে ডেকে নিয়ে নিরাপত্তারক্ষীদের আবাসনের নীচে একটি জায়গায় বেশ কিছুক্ষণ কথা বলেন সিআইডি আধিকারিকরা৷ এর কিছুক্ষণ পর কাঁথি থেকে বেরিয়ে যায় সিআইডি দল৷

২০১৮ সালের ১৩ অক্টোবর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল  তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর৷ এই ঘটনায় কিছুদিন আগে ফের কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন শুভব্রতর স্ত্রী৷ স্বামীর মৃত্যুর ঘটনায় পুনরায় তদন্তের দাবি জানান তিনি৷ এর পরই ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়৷

মামলার তদন্তে এ দিনই কাঁথি যায় সিআইডি৷ সেই সময় শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য পুলিশকর্মীদের জেরা করতে চায় সিআইডি৷ এ দিন প্রথমে কাঁথি থানায় পৌঁছয় সিআইডি-র দল৷ জানা গিয়েছে, ২০১৮ সালের ওই সময়ে যাঁরা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে যে ৪২ জন ছিলেন, তাঁদের প্রত্যেককেই পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলায় বদলি করে দেওয়া হয়েছে৷ কারা সেই সময় শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেই সংক্রান্ত তালিকা সহ বিস্তারিত তথ্য থানা থেকে জানতে চেয়েছেন সিআইডি আধিকারিকরা৷

কাঁথি থানা থেকে বেরিয়ে প্রথমে থানার উল্টো দিকে নিরাপত্তা রক্ষীদের ব্যারাক পরিদর্শন করেন সিআইডি আধিকারিকরা৷ এখানেই শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়েছিলেন৷  এর পর কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির উল্টোদিকে নিরাপত্তা রক্ষীদের থাকার জায়গাটিও পরিদর্শন করতে যান সিআইডি-র আধিকারিকরা৷

সিআইডি বাড়ির বাইরে পৌঁছেছে খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ তিনি নিজেই সিআইডি আধিকারিকদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান৷ নিরাপত্তা রক্ষীরা যেখানে থাকেন, সেখানেই প্রায় আধ ঘণ্টা সিআইডি আধিকারিকদের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয় দিব্যেন্দুর৷

কী বিষয়ে কথা হয়েছে তা নিয়ে দিব্যেন্দু অধিকারী কিছু বলতে চাননি৷ তবে সূত্রের খবর, ২০১৮ সালের ১৩ অক্টোবর শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর দিন কী হয়েছিল, সে সম্পর্কে তমলুকের সাংসদের কাছে জানতে চান সিআইডি আধিকারিকরা৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: CID, Dibyendu Adhikari, Suvendu Adhikari