Baruipur: বারুইপুরে খুন হওয়া বিজেপি বুথ সভাপতির বাড়িতে CID-র ফরেন্সিক দল! অভিযুক্তের জামিনে আতঙ্কে এলাকাবাসী

Last Updated:

Baruipur BJP Worker Death: হাইকোর্টের নির্দেশে বারুইপুরের বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাসের খুনের তদন্তভার বারুইপুর থানার পুলিশের কাছ থেকে সিআইডির হাতে এসেছে। বুধবার রাজীবের বাড়িতে নমুনা সংগ্রহে আসে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ দল।

বারুইপুরে খুন হওয়া বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাসের বাড়িতে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ দল
বারুইপুরে খুন হওয়া বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাসের বাড়িতে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ দল
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: বারুইপুরে খুন হওয়া বিজেপি বুথ সভাপতির বাড়িতে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ দল। খুন হওয়ার ২ মাস পর বারুইপুর উকিল পাড়াতে রাজীব বিশ্বাসের বাড়িতে এসে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল। বুধবার সিআইডির (CID) পাঁচ সদস্যের দল ঘটনারস্থলে পৌঁছে ভাল করে ঘুরে দেখেন। তারপর নমুনা সংগ্রহ করেন। বাইরে পাহারায় ছিল বারুইপুর থানার পুলিশ।
বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাসের খুনের তদন্ত করছিল বারুইপুর থানার পুলিশের। কিন্তু পরে হাইকোর্টের নির্দেশে বারুইপুর থানার পুলিশের কাছ থেকে সিআইডির হাতে গিয়েছে রাজীব খুনের তদন্তভার। তদন্ত শুরু করেছে। নিয়ম মেনে এদিন নিহতের বাড়িতে ফরেন্সিক বিশেষজ্ঞ দল এল নমুনা সংগ্রহের জন্য।
আরও পড়ুনঃ মেডিকেল কলেজের সামনেই পুলিশ ফাঁড়ি, বুড়ো আঙুল দেখিয়ে ক্যাম্পাসে যা সব হচ্ছে…! তমলুকে শোরগোল 
ইতিমধ্যেই রাজীব বিশ্বাস খুনে প্রধান অভিযুক্ত তার বাবা নিতাই বিশ্বাস জামিনে মুক্তি পেয়েছেন। আর তাতেই এলাকাবাসী চরম ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকার মহিলারা পুলিশি নিরাপত্তার দাবি জানাচ্ছেন।
advertisement
advertisement
নিহত রাজীব বিশ্বাসের বাড়িতে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ দল
নিহত রাজীব বিশ্বাসের বাড়িতে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ দল
উল্লেখ্য, বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১২৯ নম্বর বুথের বিজেপি সভাপতি ছিলেন রাজীব। তাঁর খুনের পর পদ্ম শিবিরের দাবি করে, ৮ অগাস্ট রাতে রাজীব তাঁর নিজের বাড়িতে নিগৃহীত হন। তাঁকে বেধড়ক মারধর করা হয়। রাজীবের মাথায় গুরুতর চোট লাগে। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছিল। নৃশংস খুনের ঘটনায় উঠে আসে নিহতের বাবা নিতাই বিশ্বাস ও ছোট ভাই সন্দীপ বিশ্বাসের নাম। তাঁরা দুজনেই সক্রিয় তৃণমূল কর্মী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baruipur: বারুইপুরে খুন হওয়া বিজেপি বুথ সভাপতির বাড়িতে CID-র ফরেন্সিক দল! অভিযুক্তের জামিনে আতঙ্কে এলাকাবাসী
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement