Baruipur: বারুইপুরে খুন হওয়া বিজেপি বুথ সভাপতির বাড়িতে CID-র ফরেন্সিক দল! অভিযুক্তের জামিনে আতঙ্কে এলাকাবাসী
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Baruipur BJP Worker Death: হাইকোর্টের নির্দেশে বারুইপুরের বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাসের খুনের তদন্তভার বারুইপুর থানার পুলিশের কাছ থেকে সিআইডির হাতে এসেছে। বুধবার রাজীবের বাড়িতে নমুনা সংগ্রহে আসে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ দল।
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: বারুইপুরে খুন হওয়া বিজেপি বুথ সভাপতির বাড়িতে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ দল। খুন হওয়ার ২ মাস পর বারুইপুর উকিল পাড়াতে রাজীব বিশ্বাসের বাড়িতে এসে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল। বুধবার সিআইডির (CID) পাঁচ সদস্যের দল ঘটনারস্থলে পৌঁছে ভাল করে ঘুরে দেখেন। তারপর নমুনা সংগ্রহ করেন। বাইরে পাহারায় ছিল বারুইপুর থানার পুলিশ।
বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাসের খুনের তদন্ত করছিল বারুইপুর থানার পুলিশের। কিন্তু পরে হাইকোর্টের নির্দেশে বারুইপুর থানার পুলিশের কাছ থেকে সিআইডির হাতে গিয়েছে রাজীব খুনের তদন্তভার। তদন্ত শুরু করেছে। নিয়ম মেনে এদিন নিহতের বাড়িতে ফরেন্সিক বিশেষজ্ঞ দল এল নমুনা সংগ্রহের জন্য।
আরও পড়ুনঃ মেডিকেল কলেজের সামনেই পুলিশ ফাঁড়ি, বুড়ো আঙুল দেখিয়ে ক্যাম্পাসে যা সব হচ্ছে…! তমলুকে শোরগোল
ইতিমধ্যেই রাজীব বিশ্বাস খুনে প্রধান অভিযুক্ত তার বাবা নিতাই বিশ্বাস জামিনে মুক্তি পেয়েছেন। আর তাতেই এলাকাবাসী চরম ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকার মহিলারা পুলিশি নিরাপত্তার দাবি জানাচ্ছেন।
advertisement
advertisement

নিহত রাজীব বিশ্বাসের বাড়িতে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ দল
উল্লেখ্য, বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১২৯ নম্বর বুথের বিজেপি সভাপতি ছিলেন রাজীব। তাঁর খুনের পর পদ্ম শিবিরের দাবি করে, ৮ অগাস্ট রাতে রাজীব তাঁর নিজের বাড়িতে নিগৃহীত হন। তাঁকে বেধড়ক মারধর করা হয়। রাজীবের মাথায় গুরুতর চোট লাগে। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছিল। নৃশংস খুনের ঘটনায় উঠে আসে নিহতের বাবা নিতাই বিশ্বাস ও ছোট ভাই সন্দীপ বিশ্বাসের নাম। তাঁরা দুজনেই সক্রিয় তৃণমূল কর্মী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 15, 2025 11:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baruipur: বারুইপুরে খুন হওয়া বিজেপি বুথ সভাপতির বাড়িতে CID-র ফরেন্সিক দল! অভিযুক্তের জামিনে আতঙ্কে এলাকাবাসী