Chupi Chor: এসেছে নতুন অতিথিরাও, পূর্বস্থলীর চুপি চরে শুরু পাখি গণনার কাজ

Last Updated:

Chupi Chor: এ বারও পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় প্রচুর পরিযায়ী পাখির দেখা মিলেছে। বনকর্মীদের একাংশ মনে করেছিলেন, খাবার এবং উপযুক্ত পরিবেশের জন্যই চুপি পাখিরালয়ের পরিযায়ী পাখিরা ভিড় করেছে

নজরে এসেছে বেশ কিছু নতুন প্রজাতির পাখিও
নজরে এসেছে বেশ কিছু নতুন প্রজাতির পাখিও
পূর্বস্থলী : পাখি গণনা শুরু হল পূর্বস্থলীর চুপির ছাড়িগঙ্গায়। এখানে প্রায় ১১ হাজার পরিযায়ী পাখি রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে বন দফতর। নজরে এসেছে বেশ কিছু নতুন প্রজাতির পাখিও। পাখির সংখ্যা বাড়ায় খুশি বন দফতর। গণনার কাজে আসা বন দফতরের কর্মীরা জানান, ৬০টির বেশি প্রজাতির পাখি রয়েছে চুপিতে। প্রিনিয়া, ব্লাক উইন স্টিল, হোয়াইট বোর্ডার ককটেল, ইস্টার্ন মার্স, হেরিয়ারের মতো কিছু প্রজাতির পাখি এ বার প্রথম দেখা গিয়েছে। তবে পূর্ণাঙ্গ চিত্র পেতে কিছু সময় লাগবে।
বন দফতরের কাটোয়া রেঞ্জ-এর আধিকারিক শিবপ্রসাদ সিংহের নেতৃত্বে ১৫ জন কর্মী এই পাখি গণনার কাজ করছেন। চারটি নৌকায় ভাগ হয়ে গণনা শুরু করেন তাঁরা। ক'টি প্রজাতির পাখি জলাশয়ে রয়েছে তা খাতায় লিপিবদ্ধ করেন তাঁরা।
আরও পড়ুন : কবরস্থানের বিবিপুকুর খনন করিয়েছিলেন রানি ভিক্টোরিয়া, জানেন না শহরের বাসিন্দারাই
এ বারও পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় প্রচুর পরিযায়ী পাখির দেখা মিলেছে। বনকর্মীদের একাংশ মনে করেছিলেন, খাবার এবং উপযুক্ত পরিবেশের জন্যই চুপি পাখিরালয়ের পরিযায়ী পাখিরা ভিড় করেছে। বন দফতরের আধিকারিকরা জানান, সম্পূর্ণ হিসেব কষা এখনই সম্ভব নয়। তবে চুপির পাখিরালয়ে এ বার কম-বেশি ১১ হাজার পাখির সন্ধান মিলেছে। গত বছরও এই সংখ্যায় পরিযায়ী পাখি এসেছিল।
advertisement
advertisement
পাখির সংখ্যা না কমলেও বেশ কিছু জায়গায় জল দূষিত হয়ে রয়েছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা। ওই অংশ পরিষ্কার করা না হলে ভবিষ্যতে পাখির সংখ্যা কমতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। এ ব্যাপারে পূর্বস্থলী ২-এর বিডিও সৌমিক বাগচী জানান, " এ নিয়ে বন দফতরের সঙ্গে আলোচনা হবে। বনকর্মীদের একাংশের মতে পাখিদের খাবারের অভাব না হলেও চুপির ছাড়িগঙ্গায় জলের পরিমাণ কিছুটা কমেছে। জলাশয়ের দু'ধারে বেড়েছে চাষের এলাকা। এর ফলে পাখিদের জায়গা কমছে। এমনটা চলতে থাকলে মুখ ফেরাতে পারে পরিযায়ী পাখিরা।"
advertisement
আরও পড়ুন :  স্কুলের দরজা খোলা থেকে মিড ডে মিলের দেখভাল, অবসরের পরও রোজ বিনা পারিশ্রমিকে পড়াতে আসেন এই শিক্ষক
বন দফতর সূত্রে জানা গিয়েছে, কোন কোন প্রজাতির কতগুলি পাখি এসেছে, নতুন যেসব প্রজাতির বাকি এসেছে তারা আগে কোথায় আসত, সে সব বিস্তারিত তথ্য বিশ্লেষণ করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chupi Chor: এসেছে নতুন অতিথিরাও, পূর্বস্থলীর চুপি চরে শুরু পাখি গণনার কাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement