Chris Gayle: ঘুরলেন হুডখোলা গাড়িতে, ক্রিস গেইলকে কাছে পেয়ে মাতল বর্ধমান 

Last Updated:

শরদিন্দু ঘোষ টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত ক্রিস্টোফার হেনরি ক্রিস গেইল কখন আসবেন, কী কী করবেন সেসব ব্যাপারে বাসিন্দাদের কৌতুহল ছিল তুঙ্গে। এদিকে ক্রিস গেইল আসার আগে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছিল জেলা পুলিশও।

দক্ষিণবঙ্গ: বর্ধমানে এলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। বর্ধমান শহরের মালির মাঠে অনুষ্ঠিত চারদিনের টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্টে যোগ দিলেন তিনি। এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন দল অংশ নিয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিখ্যাত এই ক্রিকেটার। বর্ধমানের মাটিতে ক্রিস গেইলকে পেয়ে মাতোয়ারা বাসিন্দারা।
বর্ধমানে জাঁকজমকের সঙ্গে এই টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ক্রিস গেইল আসায় সকাল থেকেই উৎসবের মেজাজে ছিল বর্ধমান। দুপুর ২টো নাগাদ বর্ধমানের মালির মাঠে পৌঁছন এই ক্রিকেটার।
আরও পড়ুন: পর পর দু'রাউন্ড গুলি, বুকে হাত দিয়ে গাড়িতে লুটিয়ে পড়লেন মন্ত্রী, প্রকাশ্যে ভিডিও
গত দু'বছর করোনার কারণে স্থগিত রাখা হয়েছিল টুর্নামেন্ট। শেষ যে বার এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছিল, তাতে যোগ দিয়েছিলেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা। তাঁর আগে এই রাজনন্দিনী কাপের মাঠে এসেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক তথা সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কপিল দেব, এসেছিলেন গৌতম গম্ভীর, হরভজন সিং সহ অনেকেই।
advertisement
advertisement
এবার জামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত ক্রিস গেইল এলেন বর্ধমানে। বেশ কিছুক্ষণ টেন্টে কাটানোর পাশাপাশি খেলার ফাঁকে হুড খোলা গাড়িতে মাঠ পরিক্রমা করার সময় দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ক্রিস গেইল।
আরও পড়ুন: 'কোথায় যাচ্ছে মিড ডে মিলের এত টাকা?', কেন্দ্রীয় দল নিয়ে যা বললেন লকেট চট্টোপাধ্যায়
তাঁর অটোগ্রাফ নেওয়া বা তাঁর সঙ্গে ছবি তোলার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত ক্রিস্টোফার হেনরি ক্রিস গেইল কখন আসবেন, কী কী করবেন সেসব ব্যাপারে বাসিন্দাদের কৌতুহল ছিল তুঙ্গে। এদিকে ক্রিস গেইল আসার আগে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছিল জেলা পুলিশও।
advertisement
টেস্ট ওয়ান ডে বা টি-টোয়েন্টি, তিন ঘরানার ক্রিকেটেই অসংখ্য রেকর্ড করেছেন ক্রিস গেইল। তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। তিনি টেস্টে তিন শতক, একদিনের আন্তর্জাতিকে দুই শতক এবং টি-টোয়েন্টিতে শতক হাঁকানো একমাত্র ব্যাটসম্যান। স্বাভাবিকভাবেই তাঁর আসার খবরে বর্ধমানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়। ক্রিস গেইলকে সামনে থেকে দেখে তৃপ্ত বর্ধমানের ক্রিকেটপ্রেমীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chris Gayle: ঘুরলেন হুডখোলা গাড়িতে, ক্রিস গেইলকে কাছে পেয়ে মাতল বর্ধমান 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement