Chinese Manja: ঘুড়ির মরশুমে সাক্ষাৎ মৃত্যু দূত চিনা মাঞ্জা, রাস্তায় বেরোলেই ঘিরে ধরছে আতঙ্ক

Last Updated:

Chinese Manja: চিনা মাঞ্জার সুতোয় কাবু পশু-পাখি থেকে মানুষ সকলেই। প্রশাসন চিনা মাঞ্জার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও তাতে রাস টানা যাচ্ছে না। বেআইনিভাবে বিভিন্ন দোকানে দেদার বিক্রি হচ্ছে চিনা মাঞ্জা

+
title=

হাওড়া: ঘুড়ির মরশুম ক্রমশ এগিয়ে আসছে। বিশ্বকর্মা পুজোয় কলকাতা সহ গ্রাম বাংলার আকাশ আজও ঘুড়িতে ছেয়ে যায়। অবশ্য তার আগে থেকেই অনেকে অল্প বিস্তর ঘুড়ি ওড়ানো শুরু করে। তবে ঘুড়ির মরশুম এগিয়ে এলেই এখন আতঙ্ক বাড়ে চিনা মাঞ্জা নিয়ে। গত কয়েক বছরের ঘড়ির সুতো বা চিনা মাঞ্জায় বহু মানুষ আহত হয়েছেন, এমনকি প্রাণহানি পর্যন্ত ঘটেছে।
চিনা মাঞ্জার সুতোয় কাবু পশু-পাখি থেকে মানুষ সকলেই। প্রশাসন চিনা মাঞ্জার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও তাতে রাস টানা যাচ্ছে না। বেআইনিভাবে বিভিন্ন দোকানে দেদার বিক্রি হচ্ছে চিনা মাঞ্জা। জেলা থেকে শুরু করে কলকাতার রাজপথ সর্বত্রই বিপদ বাড়াচ্ছে এই সুতো। বিভিন্ন জাতীয় সড়ক ঘুড়ির মরশুমে চিনা মাঞ্জার কারণে কার্যতম মারণ ফাঁদ হয়ে ওঠে।
advertisement
advertisement
এমনকি এই সুতো রেলের ওভারহেড তারে জড়িয়ে ট্রেন চলাচলে পর্যন্ত বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রেল দফতর। বিপদ এড়াতে রেলের তরফে লাইন সংলগ্ন স্থানে ঘুড়ি ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিনা মাঞ্জার বিপদ সম্পর্কে আমজনতা কী বলছে? হাওড়া জেলা জুড়ে গ্রাম ও শহর সর্বত্রই এই চিনা মাঞ্জা নিয়ে আতঙ্ক নজরে এল। বিশেষ করে সাইকেল ও বাইক আরোহীরা বিষয়টি নিয়ে বেশ আতঙ্কিত। কয়েকদিন আগে হাওড়া জেলার বাগনানে এক বাইক আরোহী যুবকের গলায় চিনা মাঞ্জা সুতো জড়িয়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার সলপ সেতুর উপর দিয়ে যাতায়াতকারী এক বাইক আরোহী চিনা মাঞ্জায় আহত হলেন।
advertisement
এই সকল ঘটনা প্রসঙ্গে পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক জানান, নাইলন মাঞ্জা সুতো বিক্রি সম্পূর্ণ বেআইনি ও নিষিদ্ধ। তারপরেও কিছু মানুষ নিজেদের চিত্ত বিনোদনের জন্য নাইলন মাঞ্জায় ঘুড়ি ওড়ায়। এই নাইলন মাঞ্জা বা চিনা মাঞ্জার জন্য প্রতি বছর অসংখ্য পাখি আহত হয় ও তাদের মৃত্যু হয়। রাস্তায় বাইকে করে যাওয়ার সময় এই নাইলন মাঞ্জায় গলা আটকে বহু মানুষ গুরুতর আহত হয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chinese Manja: ঘুড়ির মরশুমে সাক্ষাৎ মৃত্যু দূত চিনা মাঞ্জা, রাস্তায় বেরোলেই ঘিরে ধরছে আতঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement