Child Fund: লক্ষ্মীর ভান্ডারের মতো এবার শিশুরাও পাবে মাসিক ৫০০ টাকা ভাতা! জানুন বিশদে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Child Fund: প্রাথমিক পর্যায়ে ৫০ জন শিশুকে এই প্রকল্পের আওতায় আনা হল। পরবর্তীতে আরও বাড়ানো হবে বলে জানান গ্রাম পঞ্চায়েতে প্রধান সাহারাপ মন্ডল।
জুলফিকার মোল্যা, বসিরহাট: এবার শিশুরাও শিক্ষার জন্য পাবে মাসিক ভাতা। রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা, ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য বার্ধক্য ভাতা চালু আছে। তবে এবার পিতৃহারা অসহায় শিশুদের জন্য বিশেষ ভাতা চালু হল গ্রাম পঞ্চায়েত এলাকায়। অনেক শিশুই অস্বচ্ছল পরিবারের কারণে ঠিক মত পড়াশোনা করতে পারে না। আবার ছোট থেকে অনেক শিশু পিতৃহারা হওয়ার কারণে ঠিকমত শিক্ষালাভ থেকে বঞ্চিত হয়ে পড়ে। এবার সেই সব শিশুদের জন্য চালু হল বিশেষ মাসিক ভাতা। এই প্রকল্পের মাধ্যমে শিশুরা মাসে মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০০ টাকা করে পাবে।
গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এমন অভিনব পদক্ষেপ করা হল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে। প্রাথমিক পর্যায়ে ৫০ জন শিশুকে এই প্রকল্পের আওতায় আনা হল। পরবর্তীতে আরও বাড়ানো হবে বলে জানান গ্রাম পঞ্চায়েতে প্রধান সাহারাপ মন্ডল।
আরও পড়ুন : মানসিক চাপে চুপচাপ হয়ে গিয়েছে সন্তান? গুটিয়ে নিচ্ছে নিজেকে? বাবা মা হিসেবে আপনারা কী করবেন জানুন
প্রসঙ্গত উল্লেখ্য সীমান্তবর্তী গ্রাম্য এলাকায় অনেক সময় অসহায় শিশুরা পড়াশোনা থেকে দূরে সরে যায়। আবার কখনও বাবা-মা আর্থিক অনটনে ছেলেমেয়েদের অল্প বয়সেই ইট ভাটা-সহ একাধিক কারখানায় কাজে পাঠিয়ে দেয়। এর ফলে পড়াশোনা থেকে যেমন বঞ্চিত হতে হয়, তেমনই শিক্ষার হার কমতে থাকে তাদের মধ্যে। এই সমস্যার সমাধানে গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2024 5:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Fund: লক্ষ্মীর ভান্ডারের মতো এবার শিশুরাও পাবে মাসিক ৫০০ টাকা ভাতা! জানুন বিশদে