Open Water Swimming: অঞ্জনা রক্ষার দাবিতে নদীবক্ষে সাঁতার! পাড়ে উপচে পড়া ভিড় মানুষের
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Open Water Swimming: দীর্ঘ বহু বছর ধরেই অঞ্জনা ও জলঙ্গি নদীকে রক্ষা করার জন্য কৃষ্ণনগরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বছরের নানা সময়ে বিভিন্ন উদ্যোগ নেয়।
নদিয়া: অঞ্জনা নদী রক্ষার দাবিতে কৃষ্ণনগর শহরের উপকণ্ঠে দোগাছি রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে অনুষ্ঠিত হল ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতা। নিয়মিত সাঁতার কাটলে বিশেষ করে নদীর প্রবাহমান জলে সাঁতার কাটার ফলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উপকার হয়। এছাড়াও জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে নদী কতখানি ভূমিকা পালন করে, তা যুব সমাজকে বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানা যায়।
স্পোর্টস ভিলেজের সহায়তায়, অঞ্জনা নদী বাঁচাও কমিটি, জলঙ্গী নদী সমাজ, জেলা সাঁতার সংস্থা, যুক্তিবাদী সমিতি, কৃষ্ণনগর ঐকতান, মৎস্যজীবী সমবায় সমিতি ও কিশোর বাহিনীদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি করা হয়। জেলার বিভিন্ন স্যুইমিং পুল থেকে প্রতিযোগিতায় অংশ নেয়। অনুর্ধ্ব ১২ বছর ও ১২ বছরের ঊর্ধ্বে দু’টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অজস্র মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে সকলকে পুরস্কৃত করা হয়। রবীন্দ্রনাথের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। নদীর গান শোনান বিশিষ্ট নামকরা এক বাউল সংগীত শিল্পী। বক্তব্যে অংশ নেন সমস্ত সংগঠনের প্রতিনিধিরাই।
advertisement
advertisement
উল্লেখ্য, দীর্ঘ বহু বছর ধরেই অঞ্জনা ও জলঙ্গি নদীকে রক্ষা করার জন্য কৃষ্ণনগরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বছরের নানা সময়ে বিভিন্ন উদ্যোগ নেয়। কখনও মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়ে, কখনও বিভিন্ন সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ডে তাঁরা ঐতিহ্যবাহী এই জলঙ্গি নদীকে জীবিত রেখেছে। এই নদীটি বাংলাদেশের মাথাভাঙ্গা নদী হিসেবে এসে এরপর রানাঘাট থেকে চূর্ণী নদী ও কৃষ্ণনগরে এসে জলঙ্গি নদীতে পরিচিত।
advertisement
জলঙ্গি নদী মিশেছে নবদ্বীপের ভাগীরথী নদীর সঙ্গে। তবে বছরের বিভিন্ন সময় এই নদীর জল দূষিত থাকে। সেই কারণে একাধিক সমাজসেবক সংগঠনেরা লাগাতার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। ঠিক তেমনই নদীপক্ষে সাঁতারের প্রতিযোগিতা রেখে এক অভিনব উদ্যোগ নেওয়া হয় সমস্ত পরিবেশপ্রেমী মানুষের তরফ থেকে।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2024 5:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Open Water Swimming: অঞ্জনা রক্ষার দাবিতে নদীবক্ষে সাঁতার! পাড়ে উপচে পড়া ভিড় মানুষের