Child Trafficking at Birati Station: ট্রেনে বাচ্চা চুরির গুজব, চিরকুট খুঁজতে হন্যে বাবা! সন্তানহারা মায়ের কথা শুনলে চোখে জল আসবে

Last Updated:

Child Trafficking at Birati: বিরাটি স্টেশনে ট্রেনে বাচ্চা চুরির গুজবের জেরেই এখন সন্তানহারা অসহায় মা, খোঁজ মিলল আসল বাড়ির।

+
গুজবের

গুজবের জেরে তৈরি হয় সমস্যা

উত্তর ২৪ পরগনা: ট্রেন যাত্রীদের অযথা গুজবের কারণেই আজ সন্তান হারা মা! চাইল্ড লাইনে রয়েছে ৮ মাসের সন্তান, বাড়িতে রীতিমতো ছটফট করছেন চলন্ত ট্রেনে বাজারের ব্যাগে করে শিশু পাচারের অভিযোগে তুলে হেনস্থার শিকার হওয়া সেই মা। গতকাল বিরাটি স্টেশনে শিয়ালদহ দত্তপুকুর লোকালে মহিলা কামড়ায় এই মহিলা ও তাঁর সন্তানকে দেখেই বাচ্চা চুরির আতঙ্ক ছড়ায়।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় চলে জোর চর্চা। ফুটফুটে শিশুটির প্রতি সহানুভূতি দেখিয়ে নানা মন্তব্য কমেন্ট এমনকি বিক্ষোভও দেখান ট্রেন যাত্রীরা। অবশেষে উত্তেজিত জনতার হাত থেকে মহিলা সহ শিশুটিকে উদ্ধার করে রেল পুলিশ। তবে পরবর্তীতে পুলিশি তদন্তে আবারও প্রমাণিত হয় ট্রেনে বাচ্চা চুরির অভিযোগ একেবারেই গুজব। তাহলে ঠিক কি হয়েছিল!
advertisement
আরও পড়ুন: মেঘ জমছে আকাশে, মুহূর্তে বদলে যাবে আবহাওয়া! বৃষ্টির স্বস্তির বড় খবর
ট্রেনে হেনস্থা হওয়া ওই মহিলার খোঁজে বেরিয়েছিলাম আমরা। অবশেষে জানা গেল দমদম নয়, মহিলার বাড়ি বামনগাছি-তেই। যদিও সামান্য মানসিক ভারসাম্যহীন ওই মহিলার ভাষাগত সমস্যা থাকায় তৈরি হয় এই জটিলতা বলেই দাবি। তবে কেন তিনি বাজারের ব্যাগে করে বাচ্চা নিয়ে যাচ্ছিলেন এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এদিন ওই এলাকায় পৌঁছে দেখা গেল ঘরের দরজার সামনেই দাঁড়িয়েই সন্তান হারা মা। তারপরই, প্রতিবেশী পরিজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বামনগাছিতে অন্যত্র কয়েক মাস আগে ভাড়া থাকলেও, দুমাস যাবত বামনগাছি রেললাইন সংলগ্ন বস্তিতেই ভাড়া রয়েছেন পেশায় দিনমজুর স্বামী সহ ৮ মাসের সন্তান কোলে এই মহিলা।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় উঁচু থেকে পড়ে যাচ্ছেন? কী অর্থ এমন স্বপ্নের! জানলে চমকে যাবেন
সেদিন তিনি নীলরতন সরকার হাসপাতালে বাচ্চার ওষুধ আনতে ‌যাচ্ছিলেন। সকালে দিনমজুর স্বামী কাজে চলে গেলে, বাচ্চাকে কোলে নিয়ে এবং বাচ্চার পরনের জামা প্যান্ট ও মোছার ছোট কাপড় নিয়ে একটি থলে ব্যাগে ভরে রওনা দিয়েছিলেন। মাঝে বাচ্চার খিদে পেয়েছে ভেবেই স্তন্যপান করাতে একহাতে ওই ব্যাগ ধরেই কিছুটা লজ্জা নিবারণ করার জন্য শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখেন। তবে হঠাৎই পাশে থাকা কিছু সহযাত্রী মহিলা, বাচ্চার কান্না শুনে ওই ব্যাগ ও তার উপর ঢাকা কাপড় দেখেই মহিলাকে চেপে ধরেন। এরপর মহিলা সঙ্গে কথা বলতে গেলে ভাষা না বুঝতে পেরেই, উত্তেজিত হয়ে ওঠেন সহযাত্রী মহিলারা।
advertisement
এরপরই বাচ্চা চুরির গুজব ছড়ায় ওই কামরায়। মা-র কাছ থেকে টেনে হিঁচড়ে আলাদা করে দেওয়া হয় নিজের সন্তানকেই, চলে হেনস্থা। ঘটনার পর থেকে কিছু সময়ের জন্য সন্তানকে কাছে পেলেও, জিআরপির তরফ থেকে চাইল্ড লাইনে রাখা হয়েছে শিশুটিকে বলে জানানো হয়। জন্মের উপযুক্ত প্রমাণ পত্র দেখালে তবেই ফেরত পাবেন শিশুকে এমনই বলা হয়েছে পরিবারকে। আর তাই কাল রাত থেকেই জন্মের শংসাপত্রের সেই চিরকুট খুঁজতে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন শিশুটির বাবা।
advertisement
দিনমজুরির কাজ ফেলে এখন সন্তানকে ঘরে ফেরাতে লড়াই চালাচ্ছেন শিশুটির বাবা। অপরদিকে, অযথা গুজবের জেরে সন্তানকে হারিয়ে ফেলা মা, খাওয়া দাওয়া ফেলে ঠাঁয় দাঁড়িয়ে দরজায়। কখন ফিরবে কোলের শিশু, কখন আবার স্নেহের স্পর্শে জড়িয়ে ধরবে মাকে সেই অপেক্ষাতেই প্রহর গুনছেন অসহায় মা। গুজবের জেরে মা ও সন্তানের এমন বিচ্ছেদের ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে নেটাপাড়ায়।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Trafficking at Birati Station: ট্রেনে বাচ্চা চুরির গুজব, চিরকুট খুঁজতে হন্যে বাবা! সন্তানহারা মায়ের কথা শুনলে চোখে জল আসবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement