West Bengal news: সরকারি হাসপাতালে শিশু চুরির ঘটনা হাওড়ার আমতায়! এলাকায় চাঞ্চল্য
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ হল আমতা হাসপাতালে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মা এবং শিশু ভর্তি ছিল হাসপাতালে। মায়ের কোল থেকে শিশুকে ইনজেকশন দেওয়ার নাম করেই শিশু চুরির ঘটনা বলেই অভিযোগ।
আমতা, রাকেশ মাইতি: হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ হল আমতা হাসপাতালে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মা এবং শিশু ভর্তি ছিল হাসপাতালে। মায়ের কোল থেকে শিশুকে ইনজেকশন দেওয়ার নাম করেই শিশু চুরির ঘটনা বলেই অভিযোগ। হাসপাতালের অন্তঃ বিভাগ থেকে শিশু চুরি ঘটনা হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের। ঘটনাস্থলে আমতা থানার পুলিশ।
গত ১১ দিন আগে একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেয় আমতা চন্দ্রপুরের বাসিন্দা মন্দিরা বাগ। বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর শনিবার অসুস্থ বোধ করলে আমতা হাসপাতালে ভর্তি হয় মা ও শিশু। শারীরিক উন্নতি ঘটে, ছুটি হবার দিনক্ষণও ঠিক হয় বলে জানা গেছে। কিন্তু হঠাৎই মঙ্গলবার সকালে আমতা হাসপাতাল থেকে শিশু চুরি যাবার অভিযোগ।
advertisement
advertisement
এর মধ্যে মঙ্গলবার সকালে মন্দিরা বাগ এর কোল থেকে শিশুকে ইনজেকশন দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যাবার পরেও শিশুকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: শ্রীলঙ্কা, বাংলাদেশের পথে নেপালও! জনরোষের সামনে অসহায় শাসকরা, দুদিনেই পতন ওলি সরকারের
হাসপাতাল থেকে শিশুকে চুরি করে নিয়ে চলে যায় বলে অভিযোগ। সেই খবর পরিবারের কাছে পৌঁছতে পরিবারের লোকজন হাসপাতালে এসে ক্ষোভে ফেটে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। আসে হাওড়া গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের লোকজন। হাসপাতালের ওই স্থানে সিসি ক্যামেরা না থাকায় কে বা কার কিভাবে ঘটনা ঘটাল তা এখন বোঝা সম্ভব হয়নি। এদিকে ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন। ঘটনা তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 5:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: সরকারি হাসপাতালে শিশু চুরির ঘটনা হাওড়ার আমতায়! এলাকায় চাঞ্চল্য

