Child stole from Medical College: মেডিক‍্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি! কোথায় ঘটলো এমন ঘটনা?

Last Updated:

Child stole from Medical College: শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান মেডিক‍্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বর্ধমান মেডিক‍্যালের আউটডোরে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি! কোথায় ঘটলো এমন ঘটনা?
মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি! কোথায় ঘটলো এমন ঘটনা?
বর্ধমান: শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান মেডিক‍্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বর্ধমান মেডিক‍্যালের আউটডোরে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের যাবতীয় সিসিটিভির ফুটেজ।
হাসপাতাল সুপার তাপস ঘোষ বলেন, ‘এমন ঘটনার কথা জানা নেই।’ ১৮ দিনের এক শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর  অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে। আউটডোরের শিশু বিভাগে শিশুপুত্রটিকে এদিন মা সেলেফা খাতুন চেক আপের জন্য নিয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন সেলেফার মা হামিদা বিবি। শিশুটির বাবা সুজল সেখ ওষুধ কিনতে গিয়েছিলেন। সেলেফার নিজেরও এদিন প্রসূতি চিকিৎসকের কাছে চেকআপ করার কথা ছিল।চিকিৎসক অনুপস্থিত থাকায় চেক-আপ হয়নি। প্রসূতি বিভাগের আউটডোরের বারান্দায় সেলেফা খাতুন ও তাঁর মা শিশুটিকে নিয়ে বসে ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ অবিশ্বাস্য! দাউ দাউ করে পুকুরে জ্বলছে আগুন, ধোঁয়ায় ঢাকলো গোটা গ্রাম, ছুটে এল পুলিশ-দমকল
অভিযোগ, সেই সময় হলুদ রঙের চুড়িদার পরা এক মহিলা তাদের কাছে এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলেও নেন। হামিদা বিবির অভিযোগ, অল্প সময়ের মধ্যেই ওই মহিলা শিশুটিকে কোলে নিয়েই সেখান থেকে উধাও হয়ে যান। বিষয়টি টের পেয়ে হামিদা বিবি তড়িঘড়ি জামাই সুজল সেখকে ফোন করে বিষয়টি জানান। সুজল সেখ সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক‍্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
ঘটনার খবর চাউর হতেই হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় পরিজনেরা বলছেন, আত্মীয় এভাবে ভিড়ের মধ্যে থেকে শিশু চুরি হওয়া সত্যিই উদ্বেগজনক বিষয়। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্হা আরও জোরদার করা প্রয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child stole from Medical College: মেডিক‍্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি! কোথায় ঘটলো এমন ঘটনা?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement