corona virus btn
corona virus btn
Loading

খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা !

খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা !

খাবারের প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

  • Share this:

#দক্ষিণ ২৪ পরগনা :  খাবারের প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগানার জীবনতলা থানার সাতঘেরিয়া গ্রামের ঘটনা।

বুধবার পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলা করছিল বছর আটের দুই শিশু। সেই সময় স্থানীয় যুবক নিজামুদ্ধিন মোল্লা দু’জন শিশু-কে ডেকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে ঝোঁপে নিয়ে যায়। ঝোঁপে পৌঁছে একজনের হাত ও মুখ বাঁধছে দেখে পালিয়ে যায় অপরজন। গিয়ে খবর দেয় শিশুটির বাড়িতে।

খবর শুনে মেয়েটির মা দৌড়ে ওই ওই ঝোঁপে আসে। শিশুর মা-কে দেখে পালিয়ে যায় ওই যুবক। এদিকে হাত পা এবং মুখ বাঁধা নগ্ন অবস্থায় উদ্ধার করে মেয়েটিকে। অসুস্থ হয়ে পরায় মেয়েটিকে স্থানীয় মঠের দীঘি হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। মেয়েটির মায়ের অভিযোগ পেয়ে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।

First published: November 10, 2016, 2:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर