Child Prodigy: ২ বছর বয়সেই মুখস্থ কবিতা থেকে শুরু করে ফুল-ফল-পশুপাখির নাম! তাক লাগাচ্ছে খুদে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Child Prodigy: মাত্র দু বছর বয়সেই রেকর্ড গড়ে ফেলল কাঁচরাপাড়ার এই শিশু! অবাক সকলে
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: বয়স মাত্র দু’ বছর তিন মাস, কাঁচরাপাড়ার মিলনগড় মসজিদ বাটি এলাকার সম্ভীর দাস এই বয়সেই এখন রীতিমতো আধো আধো গলায় বলতে পারে ১৫ টি সবজি, ১৬ টি ফল, ১৩ টি পাখি, ২১ টি পশু, শরীরের বিভিন্ন অংশের নাম-সহ বিভিন্ন জায়গার নামও। বাবা সঞ্জয় দাস পেশায় রেলকর্মী, মা অপর্ণা দাস নিতান্তই গৃহবধূ। তাঁদের একমাত্র সন্তান সম্ভীর। ছোটবেলা থেকেই কোনও কথা তাকে বললে, তা মনে রাখার ক্ষমতা দেখে রীতিমতো অবাক হন দাস পরিবার। তারপর থেকেই কর্মসূত্রে বাবা সঞ্জয় দাস বেরিয়ে গেলে, সারাদিন ধরে মা অপর্ণা দাস ও পরিবারের অন্যান্য সদস্য নানা বিষয়ে কথা বলেন সম্ভীরের সঙ্গে।
নতুন নতুন বইও পড়ে সে, বই তার খুব পছন্দের। এভাবেই ইংরেজি ১২ মাসের নাম, নানা কবিতা নিজের আয়ত্তে নিয়ে এসেছে দু’ বছরের এই শিশু। এছাড়াও খেলার ছলে বিভিন্ন দেশের রাজধানীর নামও বলে দিচ্ছে অনায়াসে। যা দেখে রীতিমতো পরিবারের পাশাপাশি অবাক প্রতিবেশীরাও। ছেলের এমন প্রতিভাকে স্বীকৃতি দিতে এরপর ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন দাস পরিবার।
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই বিশ্বকর্মা পুজো! শুভ মুহূর্ত কখন? সে সময় দেবতাকে কোন হলুদ জিনিস নিবেদন করলেই কাটবে বাধা, আসবে অর্থ ও সৌভাগ্যের বর্ষা? জানুন
ছোট্ট সম্ভীরের এই প্রতিভার জোরেই নাম ওঠে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ছেলের এই সাফল্যে আজ খুশি গোটা পরিবার। তবে বাবা-মা চান বড় হয়ে একজন প্রকৃত মানুষ হোক তাদের সন্তান। সম্ভীরের আধো আধো গলায় এত কথা শুনতেই এখন প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন তাদের বাড়িতে। এলাকার ছেলের এমন প্রতিভাতে এখন মুগ্ধ সকলে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 8:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Prodigy: ২ বছর বয়সেই মুখস্থ কবিতা থেকে শুরু করে ফুল-ফল-পশুপাখির নাম! তাক লাগাচ্ছে খুদে