Child Drown in Water: একরত্তি খেলছিল বারান্দায়, বাড়ির সামনে জমে থাকা জলের গর্তে ডুবে শিশুর মৃত্যু

Last Updated:

সকলের ব্যস্ততার মধ্যেই মাত্র কয়েক মুহূর্তে তাকে আর লক্ষ্য করা যায় না৷ এরপর সারা বাড়ি খোঁজ করে দেখা যায় উঠোনের সামনে কলপাড়ের গর্তে ভেসে রয়েছে সে, তবে মুখখানা জলের মধ্যে।

Representative Image: Photo Generated by Meta AI
Representative Image: Photo Generated by Meta AI
নদিয়া: চলছিল খুশির ঈদের খানাপিনা, আনন্দ মশগুল সকলেই৷ কিন্তু এক নিমিষেই পরিবারের সমস্ত আনন্দ হয়ে গেল মাটি! একটু অসাবধানতার ফলে প্রাণ গেল ছোট্ট ফুটফুটে একরত্তি দুধের শিশু, যার বয়স মাত্র ২৷ ভাল করে হাটা কিংবা কথা এখনও শেখা হয়নি। শোক স্তব্ধ সমগ্র এলাকা।
চরম মর্মান্তিক ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাগদিআয়। সেখানকার বাসিন্দা পিন্টু শেখ ভিন রাজ্যে হোটেলের কাজ করেন। সম্প্রতি ঈদে এসেছেন বাড়িতে, বেশ কয়েকজন আত্মীয়-স্বজনকে ঈদের ছুটিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তারই খাওয়া দাওয়ার জোগাড় চলছিল, মা ব্যস্ত রান্নাঘরে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
একমাত্র সন্তান ইউসুফ আনমনে খেলছিল বারান্দায়। সকলের ব্যস্ততার মধ্যেই মাত্র কয়েক মুহূর্তে তাকে আর লক্ষ্য করা যায় না৷ এরপর সারা বাড়ি খোঁজ করে দেখা যায় উঠোনের সামনে কলপাড়ের গর্তে ভেসে রয়েছে সে, তবে মুখখানা জলের মধ্যে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে শ্বাস-প্রসার স্বাভাবিক করার চেষ্টা করলেও অনুমান করা হয় শেষ নিঃশ্বাস হয়তো অনেক আগেই ত্যাগ করেছে সে।
advertisement
সঙ্গে সঙ্গেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু সেখানেও চলে যাওয়া প্রাণ আর ফেরাতে পারেন না৷ চিকিৎসকরা কান্নায় ভেঙে পড়েন৷ গোটা পরিবার এলাকায় নেমে আসে শোকের ছায়া। যদিও সন্দেহের কোনও অবকাশ না রাখার জন্যই মৃতদেহ নিয়ম অনুযায়ী রানাঘাট পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Drown in Water: একরত্তি খেলছিল বারান্দায়, বাড়ির সামনে জমে থাকা জলের গর্তে ডুবে শিশুর মৃত্যু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement