Howrah News: প্রাইভেট স্কুলে যাওয়া ঠেকাতে গ্রামে গড়ে উঠল চাইল্ড কেয়ার ইনস্টিটিউট

Last Updated:

বহু অভিভাবক এখন মনে করছেন, প্রাইভেট স্কুল নয়, গ্রামের ছেলেমেয়েরা শিক্ষা লাভ করুক গ্রামের বিদ্যালয় থেকেই। গঙ্গাধরপুর গ্রামে পানিহিজলি শিবতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় গ্রামের মানুষ আস্থা পেয়েছে

+
title=

হাওড়া: অভিনব ভাবনায় গ্রামে শুরু হল ‘চাইল্ড কেয়ার ইনস্টিটিউট’! স্থানীয় শিশুদের শিক্ষার মান উন্নত করতে প্রতিষ্ঠিত হয় এই চাইল্ড কেয়ার। শিশুদের লেখাপড়ার অভ্যাসের পাশাপাশি স্কুলমুখী অভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ। এর মাধ্যমে গ্রামের ছোট ছোট শিশুদের জীবন প্রকৃত শিক্ষায় আলোকিত হবে। সেই উদ্দেশ্য নিয়ে পাঁচলা গঙ্গাধরপুর গ্রামের পানিহিজলিতে প্রতিষ্ঠিত হয়েছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট।
গ্রামের শিক্ষা অনুরাগী, প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গঙ্গাধরপুর যুগবাণী ক্লাবের সহযোগিতায় এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। চাইল্ড কেয়ার ইনস্টিটিউট প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল, প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি করা। প্রাথমিক স্কুল গ্রামের মানুষের কাছে পবিত্র মন্দিরের মতো। বহু অভিভাবক এখন মনে করছেন, প্রাইভেট স্কুল নয়, গ্রামের ছেলেমেয়েরা শিক্ষা লাভ করুক গ্রামের বিদ্যালয় থেকেই। গঙ্গাধরপুর গ্রামে পানিহিজলি শিবতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় গ্রামের মানুষ আস্থা পেয়েছে। সেই দিক থেকে এই চাইল্ড কেয়ার ইনস্টিটিউটও প্রকৃত শিক্ষা উপযোগী হবে।
advertisement
advertisement
স্কুল ক্যাম্পাসের মধ্যেই প্রায় দুই মাস হল পঠন-পাঠন শুরু হয়েছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে। শুরুতে উনিশ জন শিশু যুক্ত হয়। অল্পদিনেই সংখ্যাটা বাড়তে শুরু করেছে। চার-পাঁচজন শিক্ষিকা খেলার ছলে বিভিন্ন কৌশলে শিশুদের লেখাপড়ার শেখাচ্ছেন। এখান থেকে শিশুরা কিছু শিখবে বলেই মনে করছেন অভিভাবকরা। প্রতিদিন সকাল ১০:৩০ থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে শিশুদের পঠনপাঠন। ৩ বছর থেকে ৫ বছরের শিশুরা এখানে লেখাপড়া করার সুযোগ পাবে। মূলত তিন বছর থেকে শিশুদের প্রাইভেট স্কুলমুখী হয়ে যাওয়ার প্রবণতা রুখতেই এই উদ্যোগ। সেইদিকে গুরুত্ব রেখেই প্রাইভেট স্কুলের সমতুল্য করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দারুনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও গ্রামের মানুষ।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্রাইভেট স্কুলে যাওয়া ঠেকাতে গ্রামে গড়ে উঠল চাইল্ড কেয়ার ইনস্টিটিউট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement