Child Birth in Train: দ্রুত গতিতে ছুটছিল পুরী-জয়নগর এক্সপ্রেস, আচমকা ভেসে এল সদ্যজাতের কান্না, ট্রেনের কামরা ভাসল খুশির জোয়ারে

Last Updated:

Child Birth in Train: ট্রেনের মধ্যে জন্ম নিল এক কন্যা সন্তান। যদিও মা ও সদ্যজাতের দেখভাল করছে রেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা। সুস্থ হয়ে মা ও সদ্যজাত মেয়ে ফিরবে বাড়ি আশাবাদী পরিবার।

ট্রেনে কন্যা সন্তানের 
ট্রেনে কন্যা সন্তানের 
খড়গপুর, রঞ্জন চন্দ: একদিকে ওড়িশা, অন্যদিকে বিহার, মাঝে বাংলা। ওড়িশা থেকে বাংলা হয়ে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন সন্তানসম্ভবা এক মহিলা। তবে মাঝেই ট্রেনের মধ্যে জন্ম নিল এক কন্যা সন্তান। যদিও মা ও সদ্যজাতের দেখভাল করছে রেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা। সুস্থ হয়ে মা ও সদ্যজাত মেয়ে ফিরবে বাড়ি আশাবাদী পরিবার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের হিজলী রেল স্টেশনের। পুরী-জয়নগর এক্সপ্রেস ট্রেনে জন্ম নিল এক কন্যা। রেল পুলিশ ও রেল হাসপাতালের তৎপরতায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ওড়িশা থেকে বিহার যাচ্ছিলেন দু’জন। পুরী-জয়নগর এক্সপ্রেস ধরে ওড়িশা থেকে বিহারের গ্রামের বাড়িতে ফিরলেন সন্তানসম্ভবা এক মহিলা। কিন্তু বাড়ি পৌঁছনোর আগে ট্রেনেই জন্ম দেন কন্যা সন্তান। খড়গপুরে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত প্রায় দশ’টার সময়, ১৮৪১৯ পুরী-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনেই এক গর্ভবতী মহিলা কন্যা সন্তানের জন্ম দেন।
advertisement
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা রানি কুমারী নামের এক গর্ভবতী মহিলা তাঁর শাশুড়ির সঙ্গে ওড়িশার কটক থেকে নিজের বাড়ি বিহারের দারভাঙ্গা জেলার হাতৌরি গ্রামের উদ্দেশ্যে পুরী-জয়নগর এক্সপ্রেসে রওনা দেন। যাত্রাপথে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল ডিভিশনের অন্তর্গত হিজলি স্টেশনে ঢোকার ঠিক আগেই ট্রেনের মধ্যেই প্রসব বেদনা ওঠে রানি কুমারীর। উপস্থিত যাত্রীদের সহায়তায় তিনি ট্রেনের কামরাতেই সন্তানের জন্ম দেন।
advertisement
ঘটনার খবর ট্রেনের টিটিই-র মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছয়, সঙ্গে সঙ্গে খড়গপুর রেল হাসপাতালের এক মেডিক্যাল টিম হিজলি স্টেশনে পৌঁছে মা ও নবজাতককে নিরাপদে নামিয়ে খড়গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে মা ও শিশু দু’জনেই সম্পূর্ণ সুস্থ। রানি কুমারী ও তাঁর নবজাতকের দেখভালের সমস্ত দায়িত্ব নিয়েছে খড়গপুর রেলওয়ে হাসপাতাল। রেলের এই তৎপরতা এবং দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছে সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Birth in Train: দ্রুত গতিতে ছুটছিল পুরী-জয়নগর এক্সপ্রেস, আচমকা ভেসে এল সদ্যজাতের কান্না, ট্রেনের কামরা ভাসল খুশির জোয়ারে
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement