Chhath Puja 2024: পুরুলিয়ায় ছট পুজোর এক অন্য ছবি দেখা গেল! জানলে অবাক হবেন

Last Updated:

Chhath Puja 2024: অন্যরকম ছট উৎসবে মেতেছে দুই রাজ্যের মানুষ! অদ্ভুত দৃশ্য পুরুলিয়ায়!

+
ছট

ছট উৎসব পালন পুরুলিয়ায়

পুরুলিয়া : এ যেন এক অন্যরকম ছট উৎসব পালিত হল পুরুলিয়ার ঝালদায়। শুধু ছট নয় দুই রাজ্যের মিলন মেলায় পরিণত হয়েছিল এই ছট ঘাট। ‌নদীর এপার-ওপারে মানুষ মিলেমিশে একত্রিত হয়ে পালন করলেন ছট উৎসব। ঝালদা তুলিন সুবর্ণরেখা নদী। এপারে পশ্চিমবঙ্গ ওপারে ঝাড়খন্ড। দুই রাজ্যের মাঝে রয়েছে এই সুবর্ণরেখা নদী। ছট পুজো উপলক্ষে এই নদীতে দুই রাজ্যের মানুষই একত্রিত হয়েছিল। ছটের পাশাপাশি দুই রাজ্যের মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল ঝালদা সুবর্ণরেখা নদী ঘাট।
এ বিষয়ে ব্রতীরা জানান , সুবর্ণরেখা নদীতে প্রচুর ভক্তের সমাগম হয়। পরিবারের মঙ্গল কামনায় ছট ব্রত করে থাকেন তারা। ছট উৎসবে এই এলাকা মিলন মেলায় পরিণত হয়। তাই প্রতিবছরই এই নদী ঘাটে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মত। ঝাড়খন্ড , বিহারের পাশাপাশি বাংলাতেও ছট পুজোর যথেষ্ট মাহাত্ম্য রয়েছে। তাই সমস্ত ধর্মের মানুষেরাই এই উৎসবের শামিল হন।
advertisement
advertisement
এই ছট ঘাটে উপস্থিত ছিল পঞ্চায়েত কর্মী ও সদস্যরা। এ বিষয়ে তুলিন গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ মাহাত বলেন, সুষ্ঠুভাবে ছট পুজো সম্পন্ন করতে সমস্ত দিক থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে।‌ পুলিশ প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেছে তাদের।
advertisement
সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝালদার সুবর্ণরেখা নদী ঘাটে ছিল কড়া পুলিশ নিরাপত্তা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দিক থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল যাতে সুষ্ঠুভাবে ছট পুজো সম্পন্ন হয়। দুই রাজ্যের মিলন মেলায় আনন্দে মেতে উঠেছিল দর্শনার্থীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja 2024: পুরুলিয়ায় ছট পুজোর এক অন্য ছবি দেখা গেল! জানলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement