বাইক র্যালিতে ভূমিপুত্র ছত্রধরকে বরণ করল লালগড়, মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রশংসায় ছত্রধর মাহাত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তৃণমূলের মঞ্চেই এগারো বছর পর জঙ্গলমহলে ছত্রধর মাহাত।
#লালগড় : এই আট বছরে বিরাট পরিবর্তন জঙ্গলমহলে। অভূতপূর্ব উন্নয়ন লালগড়-সহ একাধিক এলাকায়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তৃণমূলের মঞ্চেই এগারো বছর পর জঙ্গলমহলে ছত্রধর মাহাত।
নীল পাঞ্জাবির সঙ্গে সাদা চোস্ত। কলকাতা থেকে জঙ্গলমহলের দিকে ছত্রধর। লোধাশুলি। ঠিক একদশক পর নিজের মাটিতে ভূমিপুত্র। এদিন ছত্রধরের জন্যই সেজেছিল জঙ্গলমহল। তাঁকে স্বাগত জানতে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি। রাস্তাতেই সংবর্ধনা।
advertisement
গাড়ি করে লালগড় সেতু পর্যন্ত। পায়ে হেঁটে গ্রামে ঢুকলেন দু’হাজার আট সালে শালবনি বোমা মামলা থেকে মুক্ত ছত্রধর মাহাত। রাজ্যে প্রথম ইউএপিএ মামলায় দোষী সাব্যস্ত তাঁর ছেলে। দু’হাজার আট সালে শালবনি বোমা বিস্ফোরণে গ্রেফতার করা হয়েছিল ছত্রধরকে। গত বছর তাঁর সাজা মকুব করে আদালত। দশ বছরের জন্য সাজা ঘোষণা করা হয়েছিল। সেই সাজাও শেষ ছত্রধরের। ছেলের মুক্তির জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ছত্রধরের মায়ের।
advertisement
রাজ্যের অন্য পুরসভার সঙ্গে ভোট হবে ঝাড়গ্রামে। তার আগে জঙ্গলমহলে ফিরলেন ছত্রধর। দাবি করলেন, উন্নয়নের জন্য আরও কাজ করতে চান। স্পষ্ট না করলেও, ইঙ্গিত তাঁর নেত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2020 11:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাইক র্যালিতে ভূমিপুত্র ছত্রধরকে বরণ করল লালগড়, মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রশংসায় ছত্রধর মাহাত