Scam| Bangla News|| নিয়োগ দুর্নীতি নিয়ে ফের তোলপাড় নেটদুনিয়া, কী বললেন কুণাল ঘোষ? শোরগোল জয়নগরে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kunal Ghosh: ২০০০ সালে বেআইনী নিয়োগ নিয়ে জয়নগর মজিলপুর পুরসভার বিরুদ্ধে তোপ তৄণমুলের মুখপাত্র কুনাল ঘোষের ৷ তিনি এর তদন্তও দাবী করেছেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই সরগরম জয়নগর ৷
জয়নগর: তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের জয়নগর মজিলপুর পুরসভার নিয়োগ দুর্নীতির পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জয়নগরে। ২০০০ সালে বেআইনি নিয়োগ নিয়ে জয়নগর মজিলপুর পুরসভার বিরুদ্ধে তোপ তৄণমুলের মুখপাত্র কুণাল ঘোষের৷ তিনি সেই তদন্ত দাবি করেছেন৷ এই ঘটনাকে কেন্দ্র করেই সরগরম জয়নগর৷
অভিযোগ, ২০০০ সালে বামফ্রন্ট সরকারের সময়ে সিপিআইএমের সুপারিশে তৎকালীন কংগ্রেস পুরবোর্ড ৩০ জনকে নিয়োগ করে বলে অভিযোগ৷ তারা সকলেই ক্যাজুয়াল স্টাফ ছিলেন৷ অধিকাংশই অবশ্য অবসর করে গিয়েছেন৷ যারা এখনও কর্মরত তাদের মধ্যে জয়দেব দাস ও সাবির আহমেদ জানান সরকারি নিয়ম মেনেই তাদের এই নিয়োগ হয়েছিল৷ কোনও দুর্নীতি হয়নি। জয়নগর মজিলপুর পুরসভার তৎকালীন পুরপ্রধান প্রশান্ত সরখেল৷ কুণাল ঘোষের তোলা অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
আরও পড়ুনঃ আছড়ে পড়ল কালবৈশাখী! শুরুর আগেই উল্টে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির তাঁবু
২০২২ সালে এ বারই প্রথম পুরবোর্ড নিজেদের দখলে নিয়ে আসে তৃণমূল৷ বর্তমান পুরবোর্ডের চেয়ারম্যান সুকুমার হালদার অবশ্য জানান, এই বিষয় নিয়ে তার কিছু জানা নেই৷ দলের মুখপাত্র কুণাল ঘোষ, অভিযোগ করেছেন তা খতিয়ে দেখা হোক বলে জানিয়েছেন তিনি৷ যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম৷ জয়নগর সিপিএমের এরিয়া কমিটির সদস্য পুলক বসু পাল্টা কুণাল ঘোষের প্রতি কটাক্ষ ছুঁড়ে বলেছেন তিনি যেন পড়াশুনো করে যে কোনও বিষয়ে কথা বলেন ৷
advertisement
একই সঙ্গে তার বক্তব্য কোনও দুর্নীতি হলে তার তদন্ত হোক৷ সিবিআই, ইডি যে কোনও তদন্ত হলেও তাদের কোনও সমস্যা নেই৷ এই বিষয়ে সিপিআইএম নেতা পুলক বসু আরও বলেন, বর্তমানে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার জড়িত এটাই পরোক্ষভাবে স্বীকার করলেন কুণাল ঘোষ৷ স্বাধীনতার পর থেকে জয়নগর মজিলপুর পুরসভা কোনওদিন বামেদের দখলে ছিল না বলেও জানান তিনি৷ এ বিষয়ে তদন্তে চেয়ে আদালতে যাওয়া উচিত৷
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 9:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam| Bangla News|| নিয়োগ দুর্নীতি নিয়ে ফের তোলপাড় নেটদুনিয়া, কী বললেন কুণাল ঘোষ? শোরগোল জয়নগরে