Bangla News|| সকাল সকাল এ কী ঘটল শহরের বাজারে! চারিদিকে হুড়োহুড়ি, তোলপাড় বাঁকুড়া

Last Updated:

Bangla News: সকাল সকাল এ কী ঘটল শহরের বাজারে! মারধর করার অভিযোগ। বাজার সমিতির দাবি, স্থানীয় কাউন্সিলর নাকি দৈহিক বল প্রয়োগ করেছেন।

+
সকাল

সকাল সকাল তুমুল ঝামেলা বাঁকুড়া জেলায়।

বাঁকুড়া: সকাল সকাল তুমুল ঝামেলা বাঁকুড়া জেলায়। একদিকে বাজার কমিটি, অপরদিকে স্থানীয় কাউন্সিলর। ঝামেলা গড়ায় হাতাহাতিতে। ঘটনা সূত্রপাত হয় রাজগ্রাম বাজারে। রাজগ্রামের ঐতিহ্যবাহী ২৪ পরবের ধূলাটের নাম সংকীর্তন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোনোর সময় আটকে যায় রাজগ্রাম বাজারে, কারণ সংকীর্ণ বাজার রাস্তা দিয়ে বের করে আনা যাচ্ছিল না শোভাযাত্রা।
বাজার কমিটির অভিযোগ, কিছু স্থানীয় যুবক মিলে বেছে বেছে বাজারের কয়েকটি দোকানের বের হয়ে থাকা শেড কেটে দেয়। আর তাতেই ক্ষেপে ওঠে বাজার সমিতি। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর, মারধর করার অভিযোগ রয়েছে দুই তরফে। বাজার সমিতির দাবি স্থানীয় কাউন্সিলর নাকি দৈহিক বল প্রয়োগ করেছেন। এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেও বাঁকুড়া জেলা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আকাশে জমছে কালো মেঘ! আজ স্বস্তির বৃষ্টিতে ভিজবে শুধুমাত্র ‘এই’ জেলাগুলি
সংকীর্ণ রাস্তা, আটকে যায় যানবাহন। এমনকি পার করতে নাকি পারে না অ্যাম্বুল্যান্সও। পরিস্থিতি নাকি নিয়ন্ত্রণেই ছিল তারপর বাজার সমিতির উত্তেজনা ঝামেলা বাড়ানোর অনুঘটকের কাজ করে, এমনটাই বলছেন স্থানীয় কাউন্সিলর। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এবং লোকে লোকারণ্য হয়ে থাকে রাজগ্রাম চত্বর। কোনওরকম নোটিশ ছিল না, বাজার সমিতির কাছে এমনটাই বলছেন বাজার সমিতির সেক্রেটারি আবার ব্যক্তিগত কারণেই নাকি উস্কাছে বাজার সমিতি পাল্টা স্থানীয় কাউন্সিলরের।
advertisement
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| সকাল সকাল এ কী ঘটল শহরের বাজারে! চারিদিকে হুড়োহুড়ি, তোলপাড় বাঁকুড়া
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement