Chandrayaan-3:মসলন্দপুরেই পড়াশোনা! চন্দ্রযান ৩-কে চাঁদে পৌঁছে দিতে বিরাট অবদান গ্রামের ছেলে নীলাদ্রির!

Last Updated:

Chandrayaan-3: ছোট্ট গ্রাম! সেখানের স্কুল থেকেই পড়াশোনা! সেই ছেলেই আজ গোটা দেশের গর্বের কারণ! জানুন

+
title=

উত্তর ২৪ পরগনা: ইতিহাস গড়লো ভারত! চাঁদের বুকে পা রাখল ভারতের ইসরো তৈরি চন্দ্রযান বিক্রম। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে নির্বিঘ্নে অবতরণ করল চাঁদের অজানা অংশ দক্ষিণ মেরুতে। উচ্ছ্বাসে ফেটে পড়লেন ইসরোর বিজ্ঞানীরা সহ তামাম দেশবাসী। চন্দ্রযান চাঁদের মাটি স্পর্শের সঙ্গে জেলার ছেলে নীলাদ্রি মৈত্র এই অভিযানে শামিল থাকায়, যেন বাড়তি উত্তেজনা ও গর্ব অনুভব করছে মসলন্দপুরবাসীরাও। মিশন সফল হওয়ায় খুশি নীলাদ্রির বাবা মাও। গোটা দিন চোখ রেখেছিলেন টিভির পর্দায়। কখন আসবে সেই মুহূর্ত, ছেলের সাফল্য ধরা দেবে চাঁদের মাটিতে। চাঁদের বুকে ভারতের চন্দ্রযান নামতেই মায়ের চোখে জল। খুশিতে মেতে ওঠে নীলাদ্রির পরিবার।
উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুরের নকপুল এলাকার বাসিন্দা বছর ৩১ এর যুবক নীলাদ্রি মৈত্রও যুক্ত ছিলেন চন্দ্রযান ৩-এর অভিযানে সঙ্গে। চন্দ্রযান সফল ভাবে চাঁদের মাটি স্পর্শ করতে তাই উচ্ছ্বাস ধরা পরল নীলাদ্রির মছলন্দপুরের বাড়িতেও। দেশের জয়ের পাশাপাশি ছেলের জয়কেও যেন পরিবারের সকলে উদযাপন করলেন টিভির সামনে বসে।
advertisement
advertisement
যদিও কর্মসূত্রে বাবা-মার সঙ্গে কর্মস্থলেই রয়েছেন নীলাদ্রি। বছর চারেক আগে শেষ এসেছিলেন মছলন্দপুরে। তারপর থেকেই চন্দ্রযান ৩-এর কাজের সুবাদে ব্যস্ত হয়ে পড়েন মেধাবী এই যুবক। ছোটবেলার স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও আজ নীলাদ্রিকে নিয়ে গর্বিত। উচ্ছাস ধরা পড়েছে নীলাদ্রির পাড়াতেও।
আরও পড়ুন: 
নীলাদ্রি এয়ার স্পেস কাম সাইন্টিস্ট পদে চাকরি করছেন গত ১০ বছর ধরে। মছলন্দপুরের রাজবল্লভপুর স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর খড়গপুর আইআইটিতে ভর্তি হয় সে। পরবর্তীতে বি টেক পড়তে পড়তেই দক্ষিণের কেরালায় পাড়ি। ইসরোর তৈরি চন্দ্র অভিযানের অংশ হতে পেরে পাশাপাশি ভারতের চাঁদের বুকে পা রাখার ইতিহাসের সাক্ষী থাকতে পেরে আজ খুশি নীলাদ্রিও। শেষ মুহূর্ত উৎকণ্ঠায়  কাঁপছিল গোটা ইসরোর কন্ট্রোল রুম। বিক্রম চাঁদের পৃষ্ঠে নির্বিঘ্নে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ইসরোর বিজ্ঞানীরা, চাঁদের বুকে সফল এই অভিযানে আগামী দিনে আরও নতুন কিছু উঠে আসবে বলেও আশা মহাকাশ বিজ্ঞানীদের বলে, জানান নীলাদ্রি। ভারত মহাকাশ গবেষণায় যেমন মাইলস্টোন স্থাপন করল, পাশাপাশি উত্তর ২৪ পরগনার এই যুবকের হাত ধরে দেশের সাফল্যের ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকল মছলন্দপুর।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandrayaan-3:মসলন্দপুরেই পড়াশোনা! চন্দ্রযান ৩-কে চাঁদে পৌঁছে দিতে বিরাট অবদান গ্রামের ছেলে নীলাদ্রির!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement