International Anti Drug Day: মাদক বিরোধী দিবসে নেশা মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

Last Updated:

International Anti Drug Day: বুধবার বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করল চন্দননগর পুলিশ কমিশনারেট। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে স্কুল পড়ুয়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নেশা মুক্তির কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের নিয়ে একটি অনুষ্ঠান হয়

বিশ্ব মাদক বিরোধী দিবসের ছবি
বিশ্ব মাদক বিরোধী দিবসের ছবি
হুগলি: বিশ্ব মাদক বিরোধী দিবসে নেশা মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুলিশের। যুব সমাজ যাতে নেশার কবল থেকে মুক্ত হতে পারে তার জন্য একাধিক সচেতনতা মূলক ব্যবস্থা নিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট। নেশা মুক্তির বার্তা নিয়ে অভিনব ট্যাবলোর উদ্বোধন হয়, যা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বার্তা দেবে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে।
বুধবার বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করল চন্দননগর পুলিশ কমিশনারেট। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে স্কুল পড়ুয়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নেশা মুক্তির কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভলগি, ডিসি চন্দননগর ঈশানী পাল সহ পুলিশ আধিকারীকরা।
advertisement
advertisement
পুলিশ কমিশনার বলেন, মাদকের নেশার পাশাপাশি বর্তমান সময়ে দেখা যাচ্ছে মোবাইলে আশক্তি, রিল তৈরির নেশা যুব সমাজকে পেয়ে বসেছে। নেশা যদি করতেই হয় তবে পড়াশোনা, গান, খেলাধুলো, শরীর চর্চার নেশা করুন। এমনও দেখা গেছে নেশায় আশক্ত হয়ে নাসার বিজ্ঞানীও শেষ হয়ে গেছেন। তার মানে নেশা বিষয়টা শিক্ষা-অশিক্ষা, নিম্নবিত্ত-উচ্চবিত্ত সবার ক্ষতি করে। এই মাদক যাতে সহজে না পাওয়া যায় পুলিশ তার ব্যবস্থা করতে পারে। তবে মানুষকে নিজেকেই সচেতন হতে হবে।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Anti Drug Day: মাদক বিরোধী দিবসে নেশা মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement