Chandana Bauri| মধ্যরাতে 'বিবাহিত' ড্রাইভারকে বিয়ে? বিজেপি বিধায়ক চন্দনা বাউরিকে নিয়ে হুলুস্থুল
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Chandana Bauri| পরে ফেসবুক লাইভ করে গোটা ঘটনাটিকে কুৎসা বলে দাবি করেন বিধায়ক চন্দনা বাউরি।
#শালতোড়: স্বামী ও সন্তানকে ছেড়ে গাড়ির চালক তথা দলেরই এক কর্মীকে বিয়ে করার অভিযোগ উঠল শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে। অভিযোগ গতকাল রাতে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার দেউলি মন্দিরে বিয়ে করে নিরাপত্তা চেয়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায় হাজির হন চন্দনা বাউরি ও তাঁর গাড়ির চালক তথা বিজেপি কর্মী কৃষ্ণ কুন্ডু। রাতভর থানায় থাকার পর আজ সকালে নিজের শ্বশুরবাড়িতে ফিরে যান চন্দনা। পরে ফেসবুক লাইভ করে গোটা ঘটনাটিকে কুৎসা বলে দাবি করেন বিধায়ক চন্দনা বাউরি।
সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার শালতোড়া বিধানসভায় বিজেপির প্রার্থী হন গঙ্গাজলঘাটি ব্লকের কিলাই গ্রামের গৃহবধূ চন্দনা বাউরি। চন্দনার স্বামী শ্রাবণ বাউরি পেশায় রাজমিস্ত্রি। স্ত্রী চন্দনা বাউরি প্রার্থী হওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমের লাইমলাইটে ছিলেন । বিধায়ক হওয়ার পরেও বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। গতকাল রাত থেকে তিনিই জড়িয়ে পড়লেন নতুন বিতর্কে। অভিযোগ, গতকাল রাতে বিধায়ক চন্দনা বাউরি তাঁর স্বামী শ্রাবণ বাউরি ও তিন সন্তানকে ছেড়ে নিজের গাড়ির চালক তথা বিজেপি কর্মী কৃষ্ণ কুন্ডুকে বিয়ে করেন। এরপরই নিরাপত্তার দাবি জানিয়ে কৃষ্ণ কুন্ডুকে নিয়ে বিধায়ক সটান হাজির হন গঙ্গাজলঘাটি থানায়। রাতভর সেখানেই ছিলেন তিনি।
advertisement
চন্দনা বাউরির ফেসবুক লাইভ!
advertisement
আজ সকালে থানায় তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা পৌঁছলে গাড়িতে চড়ে নিজের শ্বশুরবাড়িতে ফিরে যান বিধায়ক। পরে সেখান থেকে ফেসবুক লাইভ করে বিধায়ক চন্দনা বাউরি বলেন, সব অভিযোগ মিথ্যা। তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোর উদ্যেশ্যেই এই অপপ্রচার করা হয়েছে। বিধায়কের দাবি, পারিবারিক সমস্যা মেটাতেই তিনি থানায় হাজির হয়েছিলেন ।
advertisement
এদিকে ঘটনা জানার পর আজ সকালে গঙ্গাজলঘাটি থানায় হাজির হন কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রূম্পা কুন্ডু। তিনি থানায় হাজির হয়ে নিজের স্বামী কৃষ্ণ কুন্ডু ও বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে বেআইনী ভাবে বিয়ে করার অভিযোগ দায়ের করেন। পুলিশ সেই লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে।
বিধায়কের বিরুদ্ধে ফের বিয়ে করার অভিযোগ উঠতেই শোরগোল শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। বিজেপির নিচু তলার কর্মীদের একাংশ এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2021 3:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandana Bauri| মধ্যরাতে 'বিবাহিত' ড্রাইভারকে বিয়ে? বিজেপি বিধায়ক চন্দনা বাউরিকে নিয়ে হুলুস্থুল