শিয়ালদহ ষ্টেশন চত্বর থেকে মিলল চারটি সোনার চেন

Last Updated:

তিনজনের মধ্যে এক ব্যাক্তি ধরা পড়ে কলকাতা পুলিশের অফিসারদের হাতে

#শিয়ালদহ: অনেকদিন ধরেই পুলিশের খবর ছিল ছিনতাইয়ের। সন্দেহ হলেও হাতেনাতে ধরা সম্ভব হচ্ছিল না। থানায় অভিযোগ করেছিল অনেকই, বেশীভাগ অভিযোগ ছিনতাইয়ের। তদন্তের সময় জানা যায় বেশিভাগ ছিনতাইয়ের সময় রাতে। শিয়ালদহ স্টেশনের মত জনবহুল এলাকায় এই অভিযোগে কাপালে ভাঁজ অফিসারদের। সকালে নজরদারির পাশাপাশি জোর কদমে চলে রাতে নজরদারি।
এবার সেই রাতের নজরদারিতেই মিলল সাফল্য। মঙ্গলবার রাতের দিকে শিয়ালদহ স্টেশন চত্বরের জনবহুল এলাকার সঙ্গে তুলনামূলক কম লোকের যাতায়াতের রাস্তায় নজর রাখেন কিছু সাদা পোশাকের পুলিশ কর্মী। তাদের নজরে ছিল বেশ কিছু সন্দেহজনক ব্যক্তি। এদিন সেরকম কোন অভিযোগ না এলেও নজর ছিল সন্দেহজনক কিছু ব্যাক্তির দিকে। কিছু ব্যক্তিকে অনেকবার তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করা হলেও মেলেনি কিছুই। তার মধ্যেই সাদা পোষাকের কিছু পুলিশ কর্মীর নজরে আসে তিন সন্দেহ জনক মাঝ বয়সী যুবক। পুলিশের নজরে আসে তিনজন একটি নির্জন জায়গায় কিছু লুকানোর চেষ্টায়, পুলিশের সন্দেহ বাড়ে তখন। বেশকিছু সময় তাদের নজরে রাখার পরে তাদের কাছে ছুটে যায় তিন সন্দেহভাজন। তিনজনের মধ্যে এক ব্যাক্তি ধরা পড়ে কলকাতা পুলিশের অফিসারদের হাতে। তাকে তল্লাশি করে মেলে চারটি সোনার চেন। সেই দামী সোনার চেন কোথায় ছিল তারও কোনও উত্তর দিতে পারেননি অভিযুক্ত আমজাত হুসেন। তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়।
advertisement
বুধবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হলে পুলিশের তরফে চাওয়া হয় নিজেদের হেফাজতে। তারপরেই আগামী ২৪ তারিখ পর্যন্ত আমজত হুসেন পুলিশের হেফাজতে। পুলিশ সূত্রের খবর তাকে আরও জিজ্ঞাসাবাদ করে মিলতে পারে নতুন চক্রের হদিস ও আরও সোনার সামগ্রী।
advertisement
Susovan Bhattacharjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিয়ালদহ ষ্টেশন চত্বর থেকে মিলল চারটি সোনার চেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement