Viral : চা বিক্রি করেই তিনি এখন মুর্শিদাবাদে 'টক অফ দ্য টাউন...' তাঁর কাছে গেলে শুনতে পাবেন গানও
- Reported by:Tanmoy Mondal
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
পরিবারের হাল সামলাতে জঙ্গিপুরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ক্ষুদিরাম মোড় এলাকায় ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে মনোজের। প্রায় ২৭ বছর ধরে সেখানেই দোকানদারি করছেন তিনি।
রঘুনাথগঞ্জ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ শহরের মনোজের চায়ের দোকান এখন ‘টক অব দ্যা টাউন’। শীতের সকালে মনোজের চায়ের দোকানে গেলেই ‘ফ্রি’তে তার গলায় শুনতে পাওয়া যায় বিভিন্ন শিল্পীর গান। চা তৈরি করে বিক্রি করতে করতে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল জঙ্গিপুরের মিধ্যাপাড়া এলাকার বাসিন্দা বছর চল্লিশের মনোজ।
পরিবারের হাল সামলাতে জঙ্গিপুরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ক্ষুদিরাম মোড় এলাকায় ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে মনোজের। প্রায় ২৭ বছর ধরে সেখানেই দোকানদারি করছেন তিনি। চা তৈরি করতে করতেই বিভিন্ন শিল্পীর গান গাওয়া এবং দোকানে চা খেতে আসা লোকেদেরকে সেই গান শোনানো মনোজের নেশা। সকালে এসে দোকান খোলা থেকে শুরু করে চা তৈরি এবং খদ্দেরদের হাতে সেই চা হাতে তুলে দেওয়া, সব কাজটাই একা হাতে করতে হয় মনোজকে। তবে গান পাগল মনোজ তার খদ্দেরদের আরও ভালো ভালো গান শোনাবেন বলে কিনে ফেলেছেন অত্যাধুনিক একটি ‘সাউন্ড সিস্টেম’। একহাতে মাইক্রোফোন নিয়ে অন্য হাতে চলতে থাকে চা তৈরি করে তা খদ্দেরদের হাতে তুলে দেওয়ার কাজ। আর সেই খদ্দেরদের অনুরোধে একের পর এক ৮০ এবং ৯০ দশকের গান গেয়ে চলেন মনোজ।
advertisement
advertisement
মনোজ বলেন,” ছোট থেকেই আমার গানের নেশা। সারাদিনে আমি অসংখ্য গান শুনি, কারণ গান না শুনলে গান গাওয়া যায় না। মহম্মদ রফি আর সাব্বির কুমারের গান আমার গলায় বেশি মানায়। তবে এই চায়ের দোকান আমার কর্মস্থল।” গান শুনতে তার চায়ের দোকানে ভিড় জমছে সাধারণ মানুষের। একটি স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খান বলেন, “মনোজার দোকানের খুব কাছেই আমার স্কুল। তাই সুযোগ পেলেই আমি ওর দোকানে চা খেতে তার সঙ্গে গান শুনতে চলে আসি। বর্তমান সময়ে প্রকৃত সঙ্গীতপ্রেমীর খুবই অভাব। এখনকার ছেলে মেয়েরা মোবাইল ফোনের নেশায় মগ্ন। সেখানে মনোজের গানের প্রতি এই টান আমার খুবই ভাল লাগে। আমিও সময় সুযোগ পেলে মনোজের সঙ্গে একটু গান গুনগুন করে দিই।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 26, 2025 2:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral : চা বিক্রি করেই তিনি এখন মুর্শিদাবাদে 'টক অফ দ্য টাউন...' তাঁর কাছে গেলে শুনতে পাবেন গানও








