Central Forces in West Bengal: থমথমে মুর্শিদাবাদে রাতভর কেন্দ্রীয় বাহিনীর টহল, অশান্তি রুখতে চলছে টানা তল্লাশি

Last Updated:

Central Forces in West Bengal: অশান্তির ঘটনা রুখতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে।

চলছে টহল
চলছে টহল
সুতি: শুক্রবার থেকেই অশান্ত মুর্শিদাবাদের একাধিক জায়গা। সুতি, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। এরপরই শনিবার মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের পরই পুলিশকে সঙ্গে নিয়ে রাতভর টহলদারি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।
অশান্তির ঘটনা রুখতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। রবিবার সকাল থেকেও স্পর্শকাতর জায়গাগুলোতে টহলদারি চালাচ্ছে আধা সেনা। রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে টানা রুট মার্চের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিংসা কবলিত মুর্শিদাবাদে রাতেই পৌঁছে যান এডিজি সিদ্ধি নাথ গুপ্তা, বিনীত গোয়েলরা।
advertisement
advertisement
এখনও পর্যন্ত ওয়াকফ হিংসায় জড়িত থাকা সন্দেহে অন্তত ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি। শনিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং ডিজি রাজীব কুমারের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। মুর্শিদাবাদের পার্শ্ববর্তী জেলাগুলোতেও সংবেদনশীল জায়গায় কড়া নজর রাখতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।
advertisement
রবিবার সকাল থেকেও কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথ রুটমার্চের সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকায়। রয়েছে সব সংগঠনকে নিয়ে শান্তি বৈঠকের ভাবনা। ভুক্তভোগী পরিবারগুলির সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করে। সকাল থেকে থমথমে মুর্শিদাবাদের অধিকাংশ এলাকা। দোকানপাট বন্ধ। রাস্তায় লোকজনও বেরিয়েছেন খুব কম। গুজবে কান না দিতে এলাকাবাসীর কাছে আহ্বান করেছেন ডিজি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Central Forces in West Bengal: থমথমে মুর্শিদাবাদে রাতভর কেন্দ্রীয় বাহিনীর টহল, অশান্তি রুখতে চলছে টানা তল্লাশি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement