Birbhum News: শহরে নজরদারি চালাতে বাড়তি চোখ,সাংসদ শতাব্দীর উদ্যোগে সিসিটিভি

Last Updated:

সিউড়িতে বিভিন্ন জায়গা রয়েছে সেখানে পর্যাপ্ত আলো এবং নিরাপত্তার ব্যবস্থা নেই। সেই সমস্ত কথা ভেবেই পৌরসভার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শহরে লাগানো সিসি টিভি ক্যামেরা
শহরে লাগানো সিসি টিভি ক্যামেরা
বীরভূম: সিউড়ি শহরের অপরাধ রুখতে ১০০ সিসিটিভি ক্যামরা বসছে খুব শীঘ্র। শহরের রাস্তায় নৃশংস ভাবে পাথর মেরে খুনের ঘটনা ঘটে দিন কয়েক আগে। এরপরই শুরু হয় চুলচেরা বিশ্লেষণ কীভাবে রোখা যাবে এধরণের অপরাধ। অবশেষে ঠিক হয় সিসিটিভিতে চালানো হবে নজরদারি। এরপর শহর জুড়ে ১০০ টির বেশি সিসিটিভি ক্যামেরা এবং প্রায় ৫০০-র উপর রাস্তায় আলো লাগানোর পরিকল্পনা করছে সিউড়ি পৌরসভা।
ক্যামেরা ও আলো বসাতে যা খরচ হবে তার জন্য সাংসদ শতাব্দী রায় তার নিজের তহবিল থেকে প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। কালীপুজোর আগে এই সমস্ত কাজ হয়ে যাবে বলে সিউড়ি পৌরসভার আশা। ক্যামেরা লাগানোর কাজও যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে বলে পৌরসভা সূত্রে খবর পাওয়া গেছে।
কয়েকদিন আগে নৃশংস ভাবে রাস্তায় খুন করার ঘটনার পর সিউড়ি এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই রাস্তার মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরা দেখে পুলিশ আসল অপরাধীদের সনাক্ত করে গ্রেফতার করেছে। তবে এর মাঝেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাত ন’টার পরেই এলাকা নিশ্চুপ হয়ে যাচ্ছে।
advertisement
advertisement
বর্তমানে সিউড়িতে বিভিন্ন জায়গা রয়েছে সেখানে পর্যাপ্ত আলো এবং নিরাপত্তার ব্যবস্থা নেই। সেই সমস্ত কথা ভেবেই পৌরসভার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কালী পুজোর আগেই ৫০০টির বেশি আলো সিউড়ি শহরের বিভিন্ন রাস্তায় লাগিয়ে দেওয়া হবে বলে জানান পৌরসভার পৌরপ্রধান। এর পাশাপাশি যতগুলি সিসিটিভি লাগানো সম্ভব কালী পুজোর আগে বিভিন্ন জায়গায় সেগুলো লাগানো হবে বলেও জানান তিনি।
advertisement
পৌরসভা সূত্রে খবর,পঞ্চায়েত থেকে যে সমস্ত এলাকাগুলি পুরসভার অন্তর্ভুক্ত হয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় আলোর অভাব রয়েছে এখনও। এর আগেও সাংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল আলো লাগানোর জন্য। এই বারেও সাংসদ তহবিল থেকে দেওয়া অর্থে বিভিন্ন জায়গায় পর্যাপ্ত আলো দেওয়ার ব্যবস্থা করা হবে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: শহরে নজরদারি চালাতে বাড়তি চোখ,সাংসদ শতাব্দীর উদ্যোগে সিসিটিভি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement