CBI Withdraw Narada Case from SC: সুপ্রিম কোর্টে মামলা প্রত্যাহার সিবিআই-এর, হাইকোর্টে ঠিক হবে চার নেতার জামিন ভাগ্য
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
অভিজ্ঞ আইনজীবী মহলের মতে, এ দিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি যে মনোভাব দেখিয়েছেন, তাতে মামলার রায় সিবিআই-এর বিরুদ্ধে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল।
#দিল্লি: কলকাতা হাই কোর্টেই ফিরল নারদ মামলা। সুপ্রিম কোর্টে দায়ের করা নিজেদের মামলা শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিল সিবিআই। ফলে ধৃত চার নেতার জামিন ভাগ্য ঠিক করবে কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ। নারদ কাণ্ডে ধৃত চার নেতাকে জেল হেফাজতের বদলে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই। কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চের রায়ের জন্য অপেক্ষা করেনি তারা। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিনিত সারণ এবং বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে শুনানি চলেও।
হাই কোর্টের মতো সুপ্রিম কোর্টেও সিবিআই-এর হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এবং শীর্ষ আদালতেও চার নেতার জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং নিম্ন আদালতে আইন মন্ত্রীর হাজির থাকার প্রসঙ্গ টেনে আনেন তিনি। যদিও পাল্টা দুই বিচারপতি প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতি বা আইন মন্ত্রী আদালতে যাওয়ায় কেন জামিনের অধিকার থেকে বঞ্চিত হবেন অভিযুক্তরা? বেশ কিছুক্ষণ সওয়াল জবাব চলার পর ডিভিশন বেঞ্চের তরফে তুষার মেহতাকে বলা হয়, 'আপনারা চাইলে আমরা মামলার শুনানি শেষ করে রায় দিয়ে দেব। নাহলে আপনারা মামলা প্রত্যাহার করে নিতে পারেন।' এর পরেই সিবিআই-এর তরফে মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় সিবিআই। এর ফলে কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চেই মামলার শুনানি চলবে।
advertisement
অভিজ্ঞ আইনজীবী মহলের মতে, এ দিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি যে মনোভাব দেখিয়েছেন, তাতে মামলার রায় সিবিআই-এর বিরুদ্ধে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। সেই কারণেই মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল, সোমবার থেকেই কলকাতা হাই কোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি শুরু হয়। আগামিকাল, বুধবার ফের মামলার শুনানি হওয়ার কথা হাই কোর্টে। যদি ঘূর্ণিঝড় ইয়াসের কারণে আগামিকাল শুনানি না হয়, সেক্ষেত্রে পরশু দিন বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা।
advertisement
advertisement
Rajib Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2021 6:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI Withdraw Narada Case from SC: সুপ্রিম কোর্টে মামলা প্রত্যাহার সিবিআই-এর, হাইকোর্টে ঠিক হবে চার নেতার জামিন ভাগ্য