CBI Raid: নজরে তৃণমূল বিধায়ক, প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুর্শিদাবাদে কোমর বেঁধে নামল সিবিআই

Last Updated:

CBI Raid: বৃহস্পতিবার সাত সকালে বড়ঞার কুলি চৌরাস্তার মোড়ে কুন্তল ঘোষ 'ঘনিষ্ঠ' ঝনটু শেখের বাড়িতে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা।

মুর্শিদাবাদে সিবিআই হানা (প্রতীকী ছবি)
মুর্শিদাবাদে সিবিআই হানা (প্রতীকী ছবি)
ডোমকল: কলকাতার পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি অভিযান। প্রাথমিক নিয়োগ দুর্নীতির কাণ্ডে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় সিবিআই। বৃহস্পতিবার সাত সকালে বড়ঞার কুলি চৌরাস্তার মোড়ে কুন্তল ঘোষ ‘ঘনিষ্ঠ’ ঝনটু শেখের বাড়িতে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। সেখানেই তাঁর বাড়ি।
এলাকায় ঝনটু বলে পরিচিত তাঁর বেসরকারি স্কুল ও কলেজ রয়েছে। কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল বলে সিবিআই সূত্রে দাবি। মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার চেয়ারম্যান ও বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও সিবিআই হানা দেয়। বড়ঞার কুলি ও ডোমকলে চলছে সিবিআই তল্লাশি।
আরও পড়ুন: শাহের সভার পরদিনই ফের তৎপর সিবিআই, একাধিক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা
তৃনমূলের কোচবিহার-২ ব্লকের একাধিক জায়গাতেও এদিন সিবিআই হানা দেয় বলে জানা গিয়েছে। ব্লক সভাপতি সজল সরকারের বাড়িতে ঢুকেও বেরিয়ে যান অফিসারেরা। বিধায়কের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, গরু পাচার মামলায় আগে জাফিকুলকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ডোমকলের পাশাপাশি বড়ঞাতেও চলছে তল্লাশি। সেখানে ঝনটু শেখের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘মোদি যেন বলেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি’, বঙ্গবাসীকে ‘হোমওয়ার্ক’ দিয়ে গেলেন অমিত শাহ
অমিত শাহের সভার পরদিনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। কলকাতায় বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই দল। ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য। অন্যদিকে, কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে। বিধাননগরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ, অদিতি মুন্সির স্বামী।
advertisement
প্রণব বন্দ্যোপাধ্যায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI Raid: নজরে তৃণমূল বিধায়ক, প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুর্শিদাবাদে কোমর বেঁধে নামল সিবিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement