CBI: রাতভর একটানা চলল...! বর্ধমানের চিকিৎসকের বাড়িতে হানা দিল সিবিআই, তারপর যা বেরিয়ে এল... চক্ষু চড়কগাছ
- Reported by:Saradindu Ghosh
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
CBI: খাস বর্ধমানে উঠল দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে রাতভর সিবিআই হানা চলল বর্ধমানের এক চিকিৎসকের বাড়িতে। শনিবার রাত ১১টা নাগাদ সিবিআইয়ের ৮ জনের একটি প্রতিনিধি দল বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় তল্লাশি চালায়।
বর্ধমান: খাস বর্ধমানে উঠল দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে রাতভর সিবিআই হানা চলল বর্ধমানের এক চিকিৎসকের বাড়িতে। শনিবার রাত ১১টা নাগাদ সিবিআইয়ের ৮ জনের একটি প্রতিনিধি দল বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় তল্লাশি চালায়। রবিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।
সিবিআই অভিযান চলে বর্ধমান শহরের নামি চিকিৎসক তপন কুমার জানার বাস ভবনে। রাতভর একটানা অভিযান চলে। রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান। তবে ওই চিকিৎসক বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা ছিলেন বাড়িতে। তাঁর সঙ্গে কয়েক দফায় কথা বলেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে তারা।
advertisement
advertisement
পুলিশ ও সিবিআই সূত্রে জানা গিয়েছে, সকালে চিকিৎসকের বাড়ি থেকে নগদ প্রায় ২৪ লক্ষ টাকা, হিরে, সোনার গহনা-সহ মূল্যবান রত্ন উদ্ধার করে নিয়ে যায় সিবিআই। পাশাপাশি কম্পিউটারের হার্ডডিস্ক ও কিছু কাগজপত্র নিয়ে যায় সিবিআই তদন্তকারী দলের সদস্যরা। শনিবার রাতে বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই অভিযান চালায় সিবিআই। রাতভর চলে অভিযান।
advertisement
জানা গেছে, বর্তমানে চিকিৎসক তপন কুমার জানা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের শারীরিক বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান পদে কর্মরত। আর তার স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা আরামবাগ মেডিক্যাল কলেজের রেডিওলজি বিভাগে রয়েছেন। তল্লাশির পর দেখা যায় বাড়ির ভেতরে কাগজপত্র সবই ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে। আলমারি খোলা অবস্থায় রয়েছে।
আরও পড়ুন-দিঘার সমুদ্রে ‘বিপর্যয়’, থিকথিক করছে …! দলা-দলা এসব কী? পায়ের তলার একবার লাগলেই…, হুলস্থুল কাণ্ড!
advertisement
ঠিক কী কারণে সিবিআইয়ের এই অভিযান সে ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি তপন কুমার জানার স্ত্রী সুস্মিতা জানা। সিবিআই কী কী বাজেয়াপ্ত করেছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে মন্তব্য করতে আমাদের নিষেধ করা হয়েছে। বর্ধমানের মিঠাপুকুর হাতিশাল অভিজাত এলাকা। এই এলাকার প্রাসাদোপম বাড়ি অপরাজিতা। এই বাড়িতেই থাকেন চিকিৎসক দম্পতি। সেখানেই রাতভর চলে সিবিআই অভিযান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2025 2:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI: রাতভর একটানা চলল...! বর্ধমানের চিকিৎসকের বাড়িতে হানা দিল সিবিআই, তারপর যা বেরিয়ে এল... চক্ষু চড়কগাছ










