CBI: আরও এক তৃণমূল বিধায়ককে ডাক সিবিআই-এর! কে তিনি? কেনই বা ডাক পড়ল?
- Published by:Suman Biswas
Last Updated:
CBI: তিনি বলেন, বিধানসভা ভোটের ফল ঘোষনার পর শুভেচ্ছা জানিয়ে অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলাম। সেই কারনেই আমাকে ডেকে পাঠানো হয়।
#বর্ধমান: এবার সিবিআইয়ের মুখোমুখি হলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর ফোনে কথোপকথন হয়েছিল, সেই ফোন কলের সূত্র ধরেই তাঁকে ডেকে পাঠায় সিবিআই। আগামীকাল শুক্রবার তাঁকে দুর্গাপুরে সিবিআইয়ের অস্হায়ী ক্যাম্পে ডাকা হয়েছিল।আজ শুক্রবারই দুর্গাপুরে গিয়ে সিবিআইয়ের সঙ্গে দেখা করেন খোকন দাস। তিনি বলেন, বিধানসভা ভোটের ফল ঘোষনার পর শুভেচ্ছা জানিয়ে অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলাম। সেই কারনেই আমাকে ডেকে পাঠানো হয়।
খোকন দাস বলেন, রাজ্য জুড়ে আমাদের তৃণমূলের নেতাদের এভাবে বিজেপি হয়রান করার চেষ্টা করছে। আমি থাকি বর্ধমান দক্ষিণে। আমার দক্ষিণে কোনও ঝামেলা নাই। কোনও সিবিআই কেসের কোনও ব্যাপার নাই। কোথায় ইলামবাজারে কি হয়েছে, বর্ধমান থেকে ইলামবাজার কতদূর অথচ আমাকে ডেকে পাঠানো হল। গণনার দিন আমি আমার গণনা কেন্দ্রে চারটে পর্যন্ত ছিলাম। অথচ সেদিনের ইলামবাজারের একটি ঘটনায় আমাকে ডেকে পাঠানো হল।
advertisement
advertisement
তিনি বলেন, ''আমাদের এখানে ব্যাপক উন্নয়ন শুরু হয়েছে। বিজেপি সে সব সহ্য করতে পারছে না। সামনে পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট আসছে। আমরা যাতে ভালোভাবে কাজটা না করতে পারি সেজন্যই এসব করা হচ্ছে। বিজেপি নেতারা চক্রান্ত করে অকারণে আমাদের এই ভাবে হেনস্তা করতে চাইছে। এতে আমরা দুর্বল হব না। আমরা এসব ভয় পাই না। ভোট পরবর্তী হিংসার সঙ্গেও আমাদের কোনও সম্পর্ক নেই। আপনারা সবাই জানেন যে ভোট হওয়ার পর কিছু ঝামেলা করেছে বিজেপির কর্মীরা। তৃণমূল কিন্তু কোথাও কোনও হিংসা করেনি। আমি ভোটে নির্বাচিত হওয়ার পর বর্ধমান দক্ষিনে কোন গন্ডগোল হয় নি এবং এই দক্ষিণে কোনও বিজেপি কর্মী ঘরছাড়া নেই।''
advertisement
জানা গিয়েছে, ইলামবাজারে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়ে। সেই ঘটনাও সিবিআই খতিয়ে দেখছে। সেজন্যই অনুব্রত মন্ডলের সঙ্গে সেই সময় যারা যারা ফোনে কথা বলেছিলেন তাদেরও ডেকে পাঠাচ্ছে সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2022 11:07 AM IST